সোমবার, ১ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সৈয়দপুরে শীতের আমেজ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

সৈয়দপুরে শীতের আমেজ

কার্তিক মাসের মাঝামাঝি সময়ে সৈয়দপুরে শীতের আমেজ শুরু হয়েছে। সন্ধ্যার পরই ঠান্ডা অনুভূত হচ্ছে। তাপমাত্রা কমতে শুরু করেছে। শ্রমজীবী মানুষ খড়কুটো জড়ো করে তাতে আগুন দিয়ে শরীরে তাপ নিচ্ছে। রাত যত বাড়ে ঠান্ডাও তত বাড়ে। মাঝরাতে নামছে কুয়াশা। ভোরবেলা হিমালয় থেকে ধেঁয়ে আসা শীতল বাতাসে শরীর অধিক ঠান্ডা হচ্ছে। ঘরে সবাই ফ্যানের সুইচ অফ করে দিয়েছে। ইতিমধ্যে মানুষ টি-শার্ট ছেড়ে ফুলহাতা শার্ট গায়ে জড়ানো শুরু করেছে। মাঝরাতে বিছানায় অনেকে পাতলা কাঁথা অথবা পাতলা কম্বল জড়াচ্ছে গায়ে। ঘাসের ডগা আর ধান গাছের পাতায় শিশির বিন্দু দুলতে দেখা যাচ্ছে। সকালে রোদের তীব্রতা কমতে শুরু করেছে। ইতিমধ্যে খাল, বিল ও ছোট নদীগুলোর পানি তলানিতে যাওয়া শুরু হয়েছে। সর্ব উত্তরের উপজেলা তেঁতুলিয়া ও ডিমলায় সূর্যমামার দেখা মিলছে খানিকটা দেরিতে। উঁচু জমিগুলোতে শীতের শাকসবজি আবাদ করতে চাষিরা জমি প্রস্তুতির কাজ বেশ জোরেশোরে করছে। গরম কাপড় তৈরির ক্ষুদ্র কারখানাগুলোতে পুরোদমে কাজ শুরু হয়েছে। পাইকারি গরম কাপড়ের দোকানগুলোতে আসতে শুরু করেছে খুচরা ব্যবসায়ীরা। শীতের কাপড় বিক্রেতারা শীতকালের ব্যবসা করতে ইতিমধ্যে বেশ মজুদ গড়ে তুলেছে। গরম কাপড় ব্যবসায়ী সোহরাব হোসেন জানান, পাইকারি ব্যবসায়ীরা শীত শুরুর এক দুই মাস আগেই গরম কাপড়ের ক্রয়াদেশ দেন।

সেই ক্রয়াদেশ পেয়ে আমরাও কারিগর দিয়ে গরম কাপড় তৈরি শুরু করি। তিনি আরও বলেন, এ বছর শীত মৌসুমে ভালো ব্যবসা হবে। কথা হয় পাইকারি গরম কাপড় ব্যবসায়ী মুহিব গার্মেন্টের স্বত্বাধিকারী মোকলেছুর রহমানের সঙ্গে। তিনি বলেন, শীতের আগমনী বার্তা পেয়ে আমরা ব্যবসায়ীরা গরম কাপড়ের মজুদ গড়ে তুলছি। খুচরা ব্যবসায়ীরা দোকানে কেনাকাটা করতে আসছে। বিশেষ করে যেসব এলাকায় ইউপি নির্বাচন শুরু হয়েছে সেসব এলাকার ছোট ছোট খুচরা ব্যবসায়ীরা আসছে। তবে বড় ব্যবসায়ীরা আসবে আরও কিছুদিন পর। আশা করি এ বছর ব্যবসা বেশ ভালো হবে। অগ্রহায়ণ মাসের প্রথম সপ্তাহ থেকেই বেচাকেনা জমতে শুরু করবে। তিনি আরও জানান, শীত তিন চার মাসের বেশি থাকে না। গরম কাপড়ের ব্যবসায়ীরা এই মৌসুমের জন্য বছরে আট মাস অপেক্ষা করে থাকে। চার মাসে বেচাকেনার লাভে সারা বছর আমাদের চলতে হয়। শীত যত তীব্র হবে ততই শীতের কাপড়ের ব্যবসা জমে উঠে বলে ওই ব্যবসায়ী জানান।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর