বরিশাল অঞ্চলের ৯১ নদ-নদীর ১২৩ পয়েন্টে ভাঙন তীব্র হয়েছে। আতঙ্কে নদীতীরের মানুষ বিনিদ্র রাত কাটাচ্ছে। এর মধ্যে আট স্থানে জরুরি ভিত্তিতে ভাঙন প্রতিরোধে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। অন্যান্য পয়েন্টের জন্য প্রকল্প গ্রহণ করেছে তারা। পাউবোর হিসাবে গত বছর বর্ষার সময় বরিশাল অঞ্চলের ৭৬ নদ-নদীর ৮৬ পয়েন্টে তীব্র ভাঙন ছিল। এবার শুকনো মৌসুমের শুরুতেই ৯১ নদ-নদীর ১২৩ স্থানে ভাঙন শুরু হয়। বরিশাল মহানগরের ২৪ নম্বর ওয়ার্ডে ভাঙন আতঙ্কে দিন কাটছে কীর্তনখোলা নদীতীরের মানুষের। এ ছাড়া বাবুগঞ্জের বাহেরচর, রাকুদিয়া, মীরগঞ্জ, বরিশাল সদরের চরবাড়িয়া, চরকাউয়া, লামছরি, হবিনগর, কামারপাড়া, আটহাজার, কালীগঞ্জ, ইছাগুড়া, বাউশিয়া, জয়নগর, উলানিয়া, দুর্গাপাশা, শিকারপুর, দোয়ারিকাসহ শতাধিক পয়েন্টে ভাঙন তীব্রতর হয়েছে। এসব এলাকায় সহায়সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে গেছে শত শত পরিবার। এখনো ভাঙন আতঙ্কে দিন কাটছে নদীতীরের মানুষের। এসব কারণে বরিশালে নদী ভাঙন এখন সারা বছরের দুর্যোগে পরিণত হয়েছে। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. জাভেদ ইকবাল বলেন, ‘নদীতে পানির দীর্ঘস্থায়িত্বের কারণে ভাঙন প্রতিরোধে পর্যাপ্ত সময় পাচ্ছে না পানি উন্নয়ন বোর্ড। এ কারণে যথাসময়ে ভাঙন প্রতিরোধ করা যাচ্ছে না। পাউবো গত এক বছরে বিভিন্ন স্থানে নদী ভাঙন প্রতিরোধে জরুরি ভিত্তিতে সাড়ে ৯ লাখ জিও ব্যাগ ফেললেও ভাঙন প্রতিরোধ হয়নি।’ ক্ষতিগ্রস্তদের দাবি- জিও ব্যাগ ফেলার পর জোয়ারের তোড়ে সেগুলো স্থানচ্যুত হয়ে যাচ্ছে। এ কারণে ভাঙন প্রতিরোধ হচ্ছে না। পানি উন্নয়ন বোর্ড বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. নুরুল ইসলাম সরকার বলেন, ‘জরুরি ভিত্তিতে বিভিন্ন স্থানে নদী ভাঙন প্রতিরোধে একটি প্রকল্প চলমান রয়েছে। ভাঙনের তীব্রতা থেকে জনগণের সহায়সম্পদ রক্ষায় আরও দুটি প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে। এ ছাড়া আরও ১৬টি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন করা গেলে নদী ভাঙন প্রতিরোধ করা সম্ভব হবে।’
শিরোনাম
- ট্র্যাপিস্ট-ওয়ানই গ্রহ নিয়ে নতুন আশা জ্যোতির্বিজ্ঞানীদের
- ২০ কোটি বছরের পুরনো কোয়েলাক্যন্থ জীবাশ্ম শনাক্ত
- আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটের জয় ইংল্যান্ডের
- ওষুধের আগ্রাসী বিপণনে ভোক্তা অধিকার লঙ্ঘন
- রোনালদোকে ছাড়াই আল-নাসরের গোল উৎসব
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- অস্ট্রেলিয়া সিরিজে নেই স্যান্টনার, দায়িত্বে ব্রেসওয়েল
- নতুন অ্যালবামে প্রকাশ করে যুক্তরাষ্ট্রে যাবে অর্থহীন
- শেষ মুহূর্তের নাটকীয় গোলে অ্যাতলেটিকোকে হারাল লিভারপুল
- কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন
- রাজধানীতে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে বৃদ্ধ নিহত
- রাজধানী ঢাকায় আজ যেসব কর্মসূচি
- যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত
- আমিরাতকে হারিয়ে শেষ চারে ভারতের সঙ্গী পাকিস্তান
- গাজা নগরীতে দুই দিনে দেড় শতাধিক হামলা ইসরায়েলের
- গাজাবাসীকে ফের জোরপূর্বক উচ্ছেদের নিন্দায় পোপ
- স্বর্ণের দাম কমেছে
- ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব ইউরোপিয়ান ইউনিয়নের
- ছাত্র সংসদ আর জাতীয় নির্বাচন এক নয় : টুকু
- যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনা বন্ধ করলো কলম্বিয়া
বরিশালে ১২৩ পয়েন্টে ভাঙন
রাহাত খান, বরিশাল
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর