রবিবার, ১৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

ভোট না দেওয়ায় সাঁকো ভাঙল পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থক

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার শেরপুরে ইউপি নির্বাচনে মেম্বার পদে ভোট না দেওয়ায় চার গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র বাঁশের সাঁকো ভেঙে ফেলার অভিযোগ উঠেছে পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকের বিরুদ্ধে। উপজেলার সুঘাট ইউনিয়নের চরবেলগাছী গ্রামে শুক্রবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে। এলাকাবাসী এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানিয়েছেন। জানা যায়, গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে শেরপুর উপজেলার নয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। সুঘাট ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে মেম্বার পদে আবু সাঈদ খাঁন রঞ্জু (টিউবওয়েল), নুরুন্নবী মন্ডল হিটলার (মোরগ) প্রতীকে অংশ নেন। আবু সাঈদ খান রঞ্জু পরাজিত হন। এতে তার কর্মী-সমর্থকরা ক্ষুব্ধ হয়ে চরকল্যাণী, চরবেলগাছী, চরবিনোদপুর ও বেলগাছী গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র সাঁকোটি রাতের আঁধারে ভেঙে ফেলেন।

এতে এলাকার মানুষের যাতায়াত বিচ্ছিন্ন হয়ে পড়ে। উপজেলা সদরে যেতে তাদের অন্তত পাঁচ কিলোমিটার ঘুরতে হচ্ছে। এসব অভিযোগ অস্বীকার করে পরাজিত মেম্বার প্রার্থী আবু সাঈদ খাঁন রঞ্জু বলেন, এ ধরনের কোনো ঘটনার সঙ্গে আমি ও আমার কর্মী-সমর্থক জড়িত নেন। এমন কি ভোট না দেওয়ার কারণে মানুষের যাতায়াতের সাঁকোটি ভেঙে দেওয়ার প্রশ্নই আসে না বলে দাবি করেন তিনি। বিজয়ী মেম্বার নুরনবী মন্ডল হিটলার বলেন, নির্বাচনী জয়-পরাজয়কে কেন্দ্র করে সেতুটি ভেঙে দেওয়া হয়েছে বলে শুনেছি। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি করছি। শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ খবর