রবিবার, ১৪ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

টঙ্গীতে যান চলাচলে ধীরগতি মোড়ে মোড়ে দিনভর যানজট

গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি

টঙ্গীতে যান চলাচলে ধীরগতি মোড়ে মোড়ে দিনভর যানজট

গাজীপুরের টঙ্গী চৌরাস্তা এলাকায় গাড়ির দীর্ঘ লাইন -বাংলাদেশ প্রতিদিন

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের তুরাগ নদের ওপর সেতুর ধসে পড়া স্ল্যাব সংস্কার কাজ শুরু করেছে বিআরটি কর্তৃপক্ষ। একদিকে সেতুতে চলছে সংস্কার, অন্যদিকে সড়কে খানাখন্দ থাকায় যানবাহন চলছে ধীরগতিতে। ফলে গতকাল দিনভর মোড়ে মোড়ে তৈরি হয়েছে যানজট। এতে দুর্ভোগ পোহাতে হয়েছে অফিস-কারখানার শ্রমিকসহ স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের। শনিবার বেলা ১১টার দিকে সেতুটি পরির্দশনে আসেন বিআরটি প্রকল্প পরিচালক (সেতু বিভাগ) মহিরুল ইসলাম। এ সময় ১০ থেকে ১২ দিনের মধ্যে ব্রিজে সংস্কার কাজ সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মহিরুল ইসলাম জানান, শনিবার বিশেষজ্ঞ দল সেতুটির ধসে পড়া অংশ পরিদর্শন করেছে। ইতিমধ্যে সংস্কার কাজ শুরু হয়েছে। তিনি বলেন, সেতুটি সংস্কারে বিশেষ এক ধরনের কংক্রিট ব্যবহার করা হবে। তাতে মাত্র তিন দিনে সেতুর কার্যকারিতা ফিরে পাবে এবং স্বল্প সময়ের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে। কমবে জনদুর্ভোগ। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, ঢাকায় প্রবেশ ও বের হওয়ার পথে কোনো যানজট নেই। তবে সড়কে খানাখন্দ থাকায় যানবাহন চলছে ধীরগতিতে। এতে মোড়ে মোড়ে যানজট তৈরি হচ্ছে।

সর্বশেষ খবর