সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

বৃদ্ধার চিকিৎসার ব্যবস্থা করলেন লিপি ওসমান

নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি এক বৃদ্ধার চিকিৎসা ব্যবস্থা করেছেন। ক্লিনিক কর্তৃপক্ষ জানায়, ফাতেমা বেগম (৬৫) নামে ওই বৃদ্ধার সম্প্রতি কোমর ভেঙে যায়। চিকিৎসার সামর্থ না থাকায় ওই বৃদ্ধা চিরতরে পঙ্গুত্ব বরণের প্রহর গুনছিলেন। খবর পেয়ে সালমা ওসমান লিপি তার চিকিৎসার ব্যবস্থা করেন। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে তিনি এখন বাসায় ফিরেছেন। সালমা ওসমান লিপি বলেন, একটি মানুষ মাত্র কয়েকটি টাকার জন্য চিরতরে পঙ্গু হয়ে যাবে এটা তিনি মেনে নিতে পারছিলেন না। তাই তিনি ওই বৃদ্ধার চিকিৎসার ব্যবস্থা করেছেন। -নারায়ণগঞ্জ প্রতিনিধি

 

ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যানার লাগানোর সময় গতকাল ছাদ থেকে পড়ে আতিক হাসান (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মেহেদী হাসান (১৮) ও অজ্ঞাত আরেক যুবক আহত হয়েছেন। স্থানীয়রা জানায়, সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার আদনান টাওয়ারের সাত তলায় কয়েকজন যুবক ব্যানার লাগাতে ওঠেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আতিক ও মেহেদী ছাদ থেকে মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাদের নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আতিককে মৃত ঘোষণা করেন। আহত মেহেদীকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত আরেক যুবক আহত হয়েছেন। ভিক্টোরিয়া হাসপাতালের চিকিৎসক আসাদুজ্জামান জানান, ছাদ থেকে পড়ে মারা যাওয়া যুবকের লাশ মর্গে পাঠানো হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। -সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

 

৮ পুরুষকে হারিয়ে জয়ী হলেন নারী

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮ পুরুষ প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ভোটযুদ্ধে জয়ী হয়েছেন কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী খোদেস্তা বেগম রীনা। নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি বিজয়ী হয়েছেন। রীনার জয়ের বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার গৌরচন্দ্র দে। তিনি জানান, নৌকা প্রতীক নিয়ে খোদেস্তা বেগম রীনা ৫ হাজার ৯১৫ ভোট পেয়ে বিজয়ী হন। -কক্সবাজার প্রতিনিধি

 

হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

গাজীপুরে ‘অপ্পো’ মোবাইল ফোন কোম্পানির বিক্রয়কর্মী মেহেদী হাসান ওরফে তুহিনকে গলা কেটে হত্যার করার ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘গাজীপুর মোবাইল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এ কর্মসূচির আয়োজন করে। পরে তারা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন। উল্লেখ্য, গত শুক্রবার রাতে কোনাবাড়ির কর্মস্থল থেকে মজলিশপুরের বাসায় ফেরার পথে গাজীপুর সিটি করপোরেশনের নাওজোর এলাকায় তুহিনের গলা কাটা লাশ উদ্ধার করে পুলিশ। -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর