বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

সংক্ষিপ্ত

আদমজী ইপিজেডে শ্রমিকদের মাঝে টিকা কর্মসূচি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডে শ্রমিকদের মধ্যে কভিড-১৯ টিকার কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সকাল ১০ টায় ইপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোং অ্যান্ড লিমিটেড প্রাঙ্গণে আদমজী ইপিজেডের মহা-ব্যবস্থাপক (জিএম) আহসান কবীর এবং নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. মো. ইমতিয়াজ এ কার্যক্রমের উদ্বোধন করেন।  সাত দিনব্যাপী এ কর্মসূচির প্রাথমিক পর্যায়ে আজ ৪৯টি কারখানার পাঁচ হাজার শ্রমিকদের কভিড-১৯র টিকা প্রদান করা হয়। পর্যায়ক্রমে রেজিস্ট্রেশনের ভিত্তিতে আদমজী ইপিজেডের ৪৯টি কারখানার ৫৪ হাজার ৪৪৬ জন শ্রমিককে এ কর্মসূচির আওতায় এনে ৭টি কেন্দ্রে ১৭ বুথ স্থাপন করে টিকা দেওয়া হচ্ছে।  জিএম আহসান কবির জানান, ইপিজেডে নিরবচ্ছিন্ন উৎপাদন ও রপ্তানি প্রবাহ বজায় রাখার পাশাপাশি নিরাপদে শ্রমিকদের ভ্যাকসিন নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া আমরা ইপিজেডের ৫ লাখ শ্রমিককে টিকাদান কর্মসূচির আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ রাখা হচ্ছে। পরবর্তীতে জেলা প্রশাসন ও সিভিল সার্জনের সহযোগিতায় সব কর্মীকে এই কর্মসূচির আওতায় আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। -সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর