বৃহস্পতিবার, ২৫ নভেম্বর, ২০২১ ০০:০০ টা

বন্ধ নির্মাণ কাজ, ট্রেনযাত্রীদের দুর্ভোগ

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

বন্ধ নির্মাণ কাজ, ট্রেনযাত্রীদের দুর্ভোগ

থমকে আছে চিলাহাটি রেল স্টেশনের অধুনিকরণের নির্মাণ কাজ। কাজ বন্ধ থাকায় প্ল্যাটফরমে আগত যাত্রীদের ট্রেনে ওঠানামা করতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘ এক বছর কাজ বন্ধ থাকায় মূল ভবনের পিলারের রডগুলো মরিচা ধরে জরাজীর্ণ হয়ে পড়ে আছে। এলাকাবাসীর দাবি দুই দেশের পরিকল্পনা মাফিক চিলাহাটি রেল স্টেশনের বন্ধ হয়ে যাওয়া কাজ পুনরায় চালু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। চিলাহাটি স্টেশনের কাজ শেষ হলে বন্ধু প্রতিম ভারতের সঙ্গে দেশের মধ্যে উন্নয়নের দুয়ার খুলে যাবে। লাভবান হবে উভয় দেশ, বদলে যাবে উভয় এলাকার আর্থসামাজিক চেহারা। বাংলাদেশের মোংলা পোর্ট হয়ে ভারতের উত্তরপূর্ব অংশ নেপাল এবং ভুটানের মধ্যে আমদানি ও রপ্তানি কার্যক্রম পরিচালনার জন্য যোগাযোগ অবকাঠামো মানোন্নয়নের মাধ্যমে বাণিজ্যিক সুবিধা জোরদারের লক্ষ্যে ২০১৯ সালের ২১ সেপ্টেম্বর চিলাহাটি রেলওয়ের কাজ শুরু করেন। ৫৬ বছর বন্ধ থাকার পর পুনরায় রেল পাতানোর কাজ দেখে উভয় সীমান্তের সর্বস্তরের জনতা উল্লসিত হয়ে পড়ে। চিলাহাটি রেলস্টেশন হতে ভারতের সীমানা পর্যন্ত ৬.৭২৪ কিলোমিটার রেললাইন পাতানোর কাজ শেষে হলদিবাড়ীর সঙ্গে রেল সংযোগ দেওয়া হয়। চিলাহাটি-হলদিবাড়ী রেল সংযোগের পর ২০২০ সালের ১৭ ডিসেম্বর পণ্যবাহী ও ২০২১ সালের ২৭ মার্চ যাত্রীবাহী মিতালী এক্সপ্রেস ট্রেন চলাচলের উদ্বোধন করে ছিলেন দুই দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি। ১ আগস্ট থেকে পণ্যবাহী ট্রেন নিয়মিত চলাচল শুরু করে ২০ দফায় হলদিবাড়ী থেকে চিলাহাটি স্টেশনে প্রবেশ করেছে।

সর্বশেষ খবর