রবিবার, ৫ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় বিলম্ব

ঘটনা তদন্তে কমিটি

নাটোর প্রতিনিধি

প্রবেশপত্র না পাওয়ায় পরীক্ষায় বিলম্ব

চলমান উচ্চমাধ্যমিক কারিগরি (বিএম) শাখার পরীক্ষায় কলেজের পাওনা পরিশোধ করতে না পারায় শিক্ষার্থীকে প্রবেশপত্র দিতে বিলম্বের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। নাটোর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আখতার হোসেনকে দেওয়া হয়েছে তদন্তের দায়িত্ব। একই সঙ্গে সাত দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, ঘটনার দিন বৃহস্পতিবারই জেলা প্রশাসক মোবাইল ফোনে তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় অফিশিয়াল কোনো আদেশ তিনি হাতে পাননি। রবিবার (আজ) পত্র হাতে পাবেন এবং তদন্ত শুরু করবেন।

নাটোর সদরের চন্দ্রকোলা বঙ্গবন্ধু শেখ মুজিব কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী সামসুদ্দিনের ছেলে জরিপ আলী টাকার অভাবে প্রবেশপত্র তুলতে না পেরে বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রথম দিন অনুপস্থিত থাকে। পরীক্ষার প্রায় শেষ সময়ে জেলা প্রশাসক বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক কেন্দ্র সচিবের মাধ্যমে ওই ছাত্রকে কেন্দ্রে এনে পরীক্ষার ব্যবস্থা করেন। একই সময়ে তিনি নিজে কেন্দ্রে এসে কলেজের সেশন ফিসহ পরীক্ষার ফি ২ হাজার ১০০ টাকাও পরিশোধ করেন। কলেজের অধ্যক্ষ মৌসুমি পারভিন জানান, জরিপ আলী প্রবেশপত্র না পাওয়ার বিষয়টি তাকে জানায়নি। এ কারণে তিনি ওই ছাত্রকে সহযোগিতা করার সুযোগ পাননি।

সর্বশেষ খবর