বাগেরহাটের শরণখোলা উপজেলা সদর রায়েন্দা বাজারের একটি জুয়েলারি দোকানে চুরি হয়েছে। গত সোমবার রাতে শম্পা জুয়েলার্সে এই চুরির ঘটনা ঘটে। পুলিশ ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেছে। চোরেরা ৪ লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানিয়েছেন। জুয়েলার্সের মালিক সমীর কর্মকার জানান, আগের দিন রাত ৯টার দিকে দোকান বন্ধ করে বাসায় চলে যান তিনি। মঙ্গলবার সকাল ৮টার দিকে দোকান খুলেই শোকেসের তাক খালি দেখে হতবাক হয়ে যান। পরে কারখানায় ঢুকে দেখেন ওপরের পাটাতন ভাঙা। পেছন থেকে চোরেরা মই বেয়ে প্রথমে জানালা ভেঙে দোতলায় ওঠে কাঠের পাটাতন কেটে মূল দোকানে প্রবেশ করে। চোরেরা সোনা, রূপা ব্রোঞ্জের তৈরি বিভিন্ন অলঙ্কার নিয়ে গেছে। জুয়েলার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক গোপাল কর্মকার জানান, এতবড় একটি বাজারে মাত্র দুজন পাহারাদার। রাত হলে বাজারটি অরক্ষিত হয়ে পড়ে। যে কারণে চুরি হওয়ার আশঙ্কায় থাকতে হয় ব্যবসায়ীদের। দ্রুত পাহারাদার বাড়ানোর জন্য উপজেলা প্রশাসন এবং সদর ইউনিয়ন পরিষদ (রায়েন্দা ইউপি) চেয়ারম্যানের কাছে পাহারাদার নিয়োগের দাবি জানান। শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাইদুর রহমান বলেন, এতবড় একটি বাজার, অথচ কোনো শৃঙ্খলা নেই। এই বাজার সুরক্ষার জন্য সড়ক বাতি ও সিসি ক্যামেরা থাকা অত্যন্ত জরুরি। কিন্তু তার কিছুই নেই। বাজারে মাত্র দুজন পাহারাদার। এ দিয়ে বিশাল এরিয়া নিয়ন্ত্রণ করা অসম্ভব। আমি নিজে পুলিশ নিয়ে গভীর রাত পর্যন্ত পাহারা দেই। চুরির বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
শিরোনাম
- ভিকারুননিসায় রবিবারের সব পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলাকে ঘিরে নতুন অভিযান শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
- টিভিতে আজকের কোন খেলা কোথায় দেখবেন
- ছাত্রাবাসে ফাটল : চাদর-বালিশ নিয়ে সড়কে শিক্ষার্থীরা
- আজ ঢাকার বাতাসের মান কেমন?
- পেরুর সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
- ভূমিকম্পের উৎপত্তিস্থল এলাকার মাটিতে ফাটল থেকে নমুনা সংগ্রহ
- ২৩ নভেম্বর : আজকের নামাজের সময়সূচি
- এই সময়ে গ্যাস কূপে ড্রিলিং কাজ বন্ধ রাখা শ্রেয়, ফেসবুকে আবহাওয়াবিদ পলাশ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
বাগেরহাটে জুয়েলারি দোকানে চুরি
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর