জলাবদ্ধতার শঙ্কায় দিন কাটছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও ছায়াবিতান এলাকার অর্ধ লক্ষাধিক মানুষের। তার মধ্যে রয়েছে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী প্রায় ৩০ হাজার। কলেজ সংলগ্ন ছায়াবিতান এলাকার বাসিন্দা আরও ৩০ হাজার। এ নিয়ে ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান ও ছায়াবিতান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম সিটি করপোরেশনে সম্প্রতি লিখিত আবেদন করেছেন। এদিকে প্রতি বছর বর্ষা মৌসুমে এই এলাকাগুলো দীর্ঘ জলাবদ্ধতার কবলে পড়ে। সিটি করপোরেশনে করা লিখিত আবেদনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কর্তৃপক্ষ জানায়, কলেজের ডিগ্রি ক্যাম্পাস সংলগ্ন শহরতলির ছায়াবিতান, দৌলতপুর ও ধর্মপুর এলাকার ড্রেন দিয়ে অশোকতলা, বিসিক ও ঠাকুরপাড়া এলাকার ড্রেনের ময়লা পানি এবং বর্ষার বৃষ্টির পানি নিষ্কাশন হয়। ড্রেনটি সিটি করপোরেশনের আওতার বাইরে হওয়ায় বিগত কয়েক বছর যাবৎ এটি পরিষ্কার করা হচ্ছে না। বর্তমানে নালার শাখা-প্রশাখা ভরাট হয়ে আছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানির সঙ্গে বিসিক এলাকার কেমিক্যাল মিশ্রিত আবর্জনাযুক্ত পানি ডিগ্রি ক্যাম্পাসের পূর্ব পাশের মাঠ ও কলেজের সীমানা প্রাচীরের ফাটল অংশ দিয়ে কলেজ ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি করে। এতে মশা ও কীটের উৎপাত বেড়ে যায়। কলেজের শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থীসহ এলাকাবাসী স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন। এ ছাড়া ড্রেনটির পশ্চিম অংশের আশপাশ দিয়ে বিভিন্ন স্থাপনা ও ময়লা-আবর্জনার কারণে গুরুত্বপূর্ণ এ ড্রেনটির প্রবাহ পথ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। সামান্য বৃষ্টিতেই সিটি করপোরেশন এলাকার পানি প্রবাহের কারণে ছায়াবিতান, দৌলতপুর ও ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখা এলাকায় রাস্তা ও নিচু ঘরবাড়ি পানিতে ডুবে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। এমতাবস্থায় আসন্ন বর্ষা মৌসুম শুরুর পূর্বে এলাকাবাসীর ভোগান্তি নিরসনে ড্রেনটি পরিষ্কার করা জরুরি। ছায়াবিতান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি কর্তৃপক্ষের দাবি, সামান্য বৃষ্টিতেই সিটি করপোরেশন এলাকার পানি প্রবাহের কারণে ছায়াবিতান, দৌলতপুর ও ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখা এলাকায় রাস্তা ও নিচু ঘরবাড়ি পানিতে ডুবে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়।
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
জলাবদ্ধতার শঙ্কায় ভিক্টোরিয়া ও ছায়াবিতান এলাকার মানুষ
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর