জলাবদ্ধতার শঙ্কায় দিন কাটছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও ছায়াবিতান এলাকার অর্ধ লক্ষাধিক মানুষের। তার মধ্যে রয়েছে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী প্রায় ৩০ হাজার। কলেজ সংলগ্ন ছায়াবিতান এলাকার বাসিন্দা আরও ৩০ হাজার। এ নিয়ে ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান ও ছায়াবিতান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম সিটি করপোরেশনে সম্প্রতি লিখিত আবেদন করেছেন। এদিকে প্রতি বছর বর্ষা মৌসুমে এই এলাকাগুলো দীর্ঘ জলাবদ্ধতার কবলে পড়ে। সিটি করপোরেশনে করা লিখিত আবেদনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কর্তৃপক্ষ জানায়, কলেজের ডিগ্রি ক্যাম্পাস সংলগ্ন শহরতলির ছায়াবিতান, দৌলতপুর ও ধর্মপুর এলাকার ড্রেন দিয়ে অশোকতলা, বিসিক ও ঠাকুরপাড়া এলাকার ড্রেনের ময়লা পানি এবং বর্ষার বৃষ্টির পানি নিষ্কাশন হয়। ড্রেনটি সিটি করপোরেশনের আওতার বাইরে হওয়ায় বিগত কয়েক বছর যাবৎ এটি পরিষ্কার করা হচ্ছে না। বর্তমানে নালার শাখা-প্রশাখা ভরাট হয়ে আছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানির সঙ্গে বিসিক এলাকার কেমিক্যাল মিশ্রিত আবর্জনাযুক্ত পানি ডিগ্রি ক্যাম্পাসের পূর্ব পাশের মাঠ ও কলেজের সীমানা প্রাচীরের ফাটল অংশ দিয়ে কলেজ ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি করে। এতে মশা ও কীটের উৎপাত বেড়ে যায়। কলেজের শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থীসহ এলাকাবাসী স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন। এ ছাড়া ড্রেনটির পশ্চিম অংশের আশপাশ দিয়ে বিভিন্ন স্থাপনা ও ময়লা-আবর্জনার কারণে গুরুত্বপূর্ণ এ ড্রেনটির প্রবাহ পথ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। সামান্য বৃষ্টিতেই সিটি করপোরেশন এলাকার পানি প্রবাহের কারণে ছায়াবিতান, দৌলতপুর ও ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখা এলাকায় রাস্তা ও নিচু ঘরবাড়ি পানিতে ডুবে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। এমতাবস্থায় আসন্ন বর্ষা মৌসুম শুরুর পূর্বে এলাকাবাসীর ভোগান্তি নিরসনে ড্রেনটি পরিষ্কার করা জরুরি। ছায়াবিতান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি কর্তৃপক্ষের দাবি, সামান্য বৃষ্টিতেই সিটি করপোরেশন এলাকার পানি প্রবাহের কারণে ছায়াবিতান, দৌলতপুর ও ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখা এলাকায় রাস্তা ও নিচু ঘরবাড়ি পানিতে ডুবে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়।
শিরোনাম
- দেশের সব গ্যাস কূপে ড্রিলিং কাজ ৭২ ঘণ্টা বন্ধ রাখার পরামর্শ
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ক্ষতিগ্রস্ত ভবনগুলোর নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখতে তদন্ত কমিটি
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
জলাবদ্ধতার শঙ্কায় ভিক্টোরিয়া ও ছায়াবিতান এলাকার মানুষ
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর