জলাবদ্ধতার শঙ্কায় দিন কাটছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও ছায়াবিতান এলাকার অর্ধ লক্ষাধিক মানুষের। তার মধ্যে রয়েছে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী প্রায় ৩০ হাজার। কলেজ সংলগ্ন ছায়াবিতান এলাকার বাসিন্দা আরও ৩০ হাজার। এ নিয়ে ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান ও ছায়াবিতান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম সিটি করপোরেশনে সম্প্রতি লিখিত আবেদন করেছেন। এদিকে প্রতি বছর বর্ষা মৌসুমে এই এলাকাগুলো দীর্ঘ জলাবদ্ধতার কবলে পড়ে। সিটি করপোরেশনে করা লিখিত আবেদনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কর্তৃপক্ষ জানায়, কলেজের ডিগ্রি ক্যাম্পাস সংলগ্ন শহরতলির ছায়াবিতান, দৌলতপুর ও ধর্মপুর এলাকার ড্রেন দিয়ে অশোকতলা, বিসিক ও ঠাকুরপাড়া এলাকার ড্রেনের ময়লা পানি এবং বর্ষার বৃষ্টির পানি নিষ্কাশন হয়। ড্রেনটি সিটি করপোরেশনের আওতার বাইরে হওয়ায় বিগত কয়েক বছর যাবৎ এটি পরিষ্কার করা হচ্ছে না। বর্তমানে নালার শাখা-প্রশাখা ভরাট হয়ে আছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানির সঙ্গে বিসিক এলাকার কেমিক্যাল মিশ্রিত আবর্জনাযুক্ত পানি ডিগ্রি ক্যাম্পাসের পূর্ব পাশের মাঠ ও কলেজের সীমানা প্রাচীরের ফাটল অংশ দিয়ে কলেজ ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি করে। এতে মশা ও কীটের উৎপাত বেড়ে যায়। কলেজের শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থীসহ এলাকাবাসী স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন। এ ছাড়া ড্রেনটির পশ্চিম অংশের আশপাশ দিয়ে বিভিন্ন স্থাপনা ও ময়লা-আবর্জনার কারণে গুরুত্বপূর্ণ এ ড্রেনটির প্রবাহ পথ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। সামান্য বৃষ্টিতেই সিটি করপোরেশন এলাকার পানি প্রবাহের কারণে ছায়াবিতান, দৌলতপুর ও ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখা এলাকায় রাস্তা ও নিচু ঘরবাড়ি পানিতে ডুবে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। এমতাবস্থায় আসন্ন বর্ষা মৌসুম শুরুর পূর্বে এলাকাবাসীর ভোগান্তি নিরসনে ড্রেনটি পরিষ্কার করা জরুরি। ছায়াবিতান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি কর্তৃপক্ষের দাবি, সামান্য বৃষ্টিতেই সিটি করপোরেশন এলাকার পানি প্রবাহের কারণে ছায়াবিতান, দৌলতপুর ও ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখা এলাকায় রাস্তা ও নিচু ঘরবাড়ি পানিতে ডুবে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়।
শিরোনাম
- অজিত দোভালকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানালেন খলিলুর রহমান
- শেখ হাসিনাকে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে ফিরিয়ে রায় কার্যকর করতে হবে : দুলু
- সাইফের স্ট্যালিয়ন্সকে হারাল তাসকিনের নর্দান ওয়ারিয়র্স
- তা’মীরুল মিল্লাত মাদরাসার টঙ্গী শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
- ৪২ বছর বয়সে বিশ্বকাপ খেলার সুযোগ পেলেন স্কটিশ গোলরক্ষক গর্ডন
- দেশে থেকেই কার্ড দিয়ে বিদেশি রুটের বিমানের টিকিট কেনা যাবে
- জিয়া পরিবার ফোবিয়ায় যারা ভোগেন, তাদের জনভিত্তি নেই : প্রিন্স
- বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক
- গণভোট নিয়ে অধ্যাদেশ জারির পর করণীয় বিষয়ে পদক্ষেপ : সিইসি
- শান্তি প্রচেষ্টা জোরদারে আলোচনার জন্য তুরস্কে জেলেনস্কি
- সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজের পক্ষ নিলেন ট্রাম্প
- কিবরিয়া হত্যায় ৩০ হাজার টাকার চুক্তি হয় : র্যাব
- লাশ পোড়ানোর মামলায় ক্ষমা চেয়ে জবানবন্দি দিলেন রাজসাক্ষী আবজালুল
- শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করলো বসুন্ধরা নিবাসী চবিয়ানরা
- ইউক্রেনে রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৯
- জকসু নির্বাচন উপলক্ষে ৯ ডিসেম্বর থেকে বন্ধ থাকবে উন্মুক্ত লাইব্রেরি
- লক্ষ্মীপুরে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
- হত্যাচেষ্টা মামলায় তাপস-কামরুলসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট
- নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে হবিগঞ্জে নৌ র্যালি
জলাবদ্ধতার শঙ্কায় ভিক্টোরিয়া ও ছায়াবিতান এলাকার মানুষ
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর