জলাবদ্ধতার শঙ্কায় দিন কাটছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও ছায়াবিতান এলাকার অর্ধ লক্ষাধিক মানুষের। তার মধ্যে রয়েছে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী প্রায় ৩০ হাজার। কলেজ সংলগ্ন ছায়াবিতান এলাকার বাসিন্দা আরও ৩০ হাজার। এ নিয়ে ভিক্টোরিয়া কলেজ অধ্যক্ষ ড. আবু জাফর খান ও ছায়াবিতান কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম সিটি করপোরেশনে সম্প্রতি লিখিত আবেদন করেছেন। এদিকে প্রতি বছর বর্ষা মৌসুমে এই এলাকাগুলো দীর্ঘ জলাবদ্ধতার কবলে পড়ে। সিটি করপোরেশনে করা লিখিত আবেদনে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ কর্তৃপক্ষ জানায়, কলেজের ডিগ্রি ক্যাম্পাস সংলগ্ন শহরতলির ছায়াবিতান, দৌলতপুর ও ধর্মপুর এলাকার ড্রেন দিয়ে অশোকতলা, বিসিক ও ঠাকুরপাড়া এলাকার ড্রেনের ময়লা পানি এবং বর্ষার বৃষ্টির পানি নিষ্কাশন হয়। ড্রেনটি সিটি করপোরেশনের আওতার বাইরে হওয়ায় বিগত কয়েক বছর যাবৎ এটি পরিষ্কার করা হচ্ছে না। বর্তমানে নালার শাখা-প্রশাখা ভরাট হয়ে আছে। বর্ষা মৌসুমে বৃষ্টির পানির সঙ্গে বিসিক এলাকার কেমিক্যাল মিশ্রিত আবর্জনাযুক্ত পানি ডিগ্রি ক্যাম্পাসের পূর্ব পাশের মাঠ ও কলেজের সীমানা প্রাচীরের ফাটল অংশ দিয়ে কলেজ ক্যাম্পাসে জলাবদ্ধতার সৃষ্টি করে। এতে মশা ও কীটের উৎপাত বেড়ে যায়। কলেজের শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থীসহ এলাকাবাসী স্বাস্থ্য ঝুঁকিতে পড়েন। এ ছাড়া ড্রেনটির পশ্চিম অংশের আশপাশ দিয়ে বিভিন্ন স্থাপনা ও ময়লা-আবর্জনার কারণে গুরুত্বপূর্ণ এ ড্রেনটির প্রবাহ পথ প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। সামান্য বৃষ্টিতেই সিটি করপোরেশন এলাকার পানি প্রবাহের কারণে ছায়াবিতান, দৌলতপুর ও ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখা এলাকায় রাস্তা ও নিচু ঘরবাড়ি পানিতে ডুবে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়। এমতাবস্থায় আসন্ন বর্ষা মৌসুম শুরুর পূর্বে এলাকাবাসীর ভোগান্তি নিরসনে ড্রেনটি পরিষ্কার করা জরুরি। ছায়াবিতান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি কর্তৃপক্ষের দাবি, সামান্য বৃষ্টিতেই সিটি করপোরেশন এলাকার পানি প্রবাহের কারণে ছায়াবিতান, দৌলতপুর ও ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখা এলাকায় রাস্তা ও নিচু ঘরবাড়ি পানিতে ডুবে তীব্র জলাবদ্ধতা দেখা দেয়।
শিরোনাম
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
- নবীনগরে কার্যত্রম নিষিদ্ধ আ.লীগের তিন নেতা গ্রেপ্তার
- একযুগের বেশি পদোন্নতি বঞ্চিত শিক্ষকদের কর্মবিরতি
- আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত
- বিইউবিটিতে ‘জব হান্টিং ২.০’ শীর্ষক সেশন অনুষ্ঠিত
- সুষ্ঠু নির্বাচনের জন্য করণীয় সব কিছুই করছে ইসি : আনোয়ারুল
- ‘দেশের মানুষ মনে করে হাসিনাকে আদালত সর্বোচ্চ শাস্তি দেবেন’
- সাবেক মন্ত্রী মায়া ও তার স্ত্রীর নামে দুদকের দুই মামলা
- ফ্যাসিবাদী শক্তি মোকাবিলায় জনগণ সক্রিয় থাকবে : আমানউল্লাহ
- কুয়েতে হোমনা প্রবাসীদের মিলনমেলা ও পিঠা উৎসব
- বিয়ের আশায় ১৭ দিনের নবজাতককে হত্যা করল ৪ খালা
- ইথিওপিয়ায় প্রথমবারের মতো মারাত্মক মারবার্গ ভাইরাসের প্রাদুর্ভাব
- চট্টগ্রাম কলেজে শিক্ষক সংকটে বিঘ্নিত গুণগত শিক্ষা
- স্কুল-কলেজের সভাপতির দায়িত্বে ইউএনও–ডিসি
- রূপগঞ্জের গোলাম ফারুক খোকন বিএসটিএমপিআইএ'র সভাপতি
- ২০২৬ সালে ব্যাংকের ছুটির তালিকা প্রকাশ
- আশরাফুল হত্যা: ফাঁসির দাবিতে উত্তাল গোপালপুর
- ট্রাইব্যুনালে যে রায় হোক তা কার্যকর হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা