মঙ্গলবার, ২৪ মে, ২০২২ ০০:০০ টা

শ্লীলতাহানির ঘটনায় তিন দিনের রিমান্ডে যুবক

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী রেলস্টেশনে আধুনিক পোশাক পরায় তরুণীকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার মো. ইসমাইল মিয়ার (৩৫) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল দুপুরে নরসিংদীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে তাকে হাজির করে ভৈরব রেলওয়ে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা হারুনুজ্জামান রুমেল সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালতের বিচারক মেহনাজ সিদ্দিকী তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত শনিবার রাত ১১টায় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ও ৩০ ধারায় ভৈরব রেলওয়ে থানায় মামলা করেন। মামলার এজাহারে এক নারীসহ দুজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাত আরও এক নারী ও ১০ পুরুষকে আসামি করা হয়েছে। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ ও মুঠোফোনে ধারণ করা ভিডিওতে অবস্থান নিশ্চিত হওয়ার পর তাদের আসামি করা হয়। আর অজ্ঞাতনামা আসামিদের নাম-পরিচয় শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

সর্বশেষ খবর