দেশের দক্ষিণের সঙ্গে উত্তরাঞ্চলের যোগাযোগের জন্য অতি গুরুত্বপূর্ণ কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক। জাতীয় সড়কের অংশ এ মহাসড়কটি খানাখন্দের কারণে প্রায় এক বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে গর্ত। যততত্র ফেলে রাখা হয়েছে পাথর-বালু। সড়কের কোথাও কোথাও এক-দুই ফুট গভীর বেড তৈরি করা হয়েছে। ফলে এক লেন দিয়ে কোনোভাবে থেমে থেমে চলছে যানবাহন। মহাসড়কের প্রায় ১২ কিলোমিটার অংশে মানুষের ভোগান্তির যেন শেষ নেই। ১২ কি.মি. পথ পাড়ি দিতে ঘণ্টার পর ঘণ্টা সময় লাগছে। দিন-রাত লেগেই থাকছে যানজট। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর সূত্র জানায়, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক প্রশস্তকরণ চলছে। পুরো মহাসড়কেরই বেহাল দশা। সবচেয়ে নাজুক অবস্থা ১২ কিলোমিটারের। এ অংশটুকু খানাখন্দে ভরা থাকায় যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। এক পাশ বন্ধ রেখে অন্য পাশে গর্ত করে মহাসড়ক টেকসই করার কারণে ধীরগতিতে চলছে যানবাহন। ২০২১ সালের ২৬ অক্টোবর সড়কটি সংস্কারের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ দেওয়া হয়। ব্যয় ধরা হয়েছে প্রায় ১৪৭ কোটি টাকা। দুই বছর মেয়াদি এ কাজ আগামী বছরের ২৫ অক্টোবর শেষ হওয়ার কথা। কিন্তু খুবই ধীরগতিতে চলছে কাজ। সরেজমিন দেখা যায়, কুষ্টিয়া শহরতলীর ত্রিমোহনী এলাকা থেকে সড়কের পিচ সম্পূর্ণ তুলে ফেলা হয়েছে। তাতে নতুন করে ফেলা হয়েছে পাথর ও বালু। ছড়িয়ে-ছিটিয়ে ফেলে রাখা হয়েছে পাথর। আবহাওয়া যখন শুষ্ক থাকে তখন যানবাহন চলার সময় পুরো সড়ক ধুলায় আচ্ছাদিত হয়ে যায়। রানাখড়িয়া এলাকায় গিয়ে দেখা যায়, রাস্তা খুঁড়ে এক পাশে গর্ত করে বেজমেন্ট তৈরি করা হচ্ছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিডেটের প্রকল্প পরিচালক আনিসুর রহমানের দাবি, মাটিতে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গভীর করে গর্ত খুঁড়ে নিতে হয়েছে। গর্ত করে কাজ করায় এক পাশ আটকে রাখতে হচ্ছে। এ কারণে সারাক্ষণ যানজট লেগে থাকছে। ট্রাকচালক ফরিদ জানান, সড়কের কারণে প্রতিদিন কম হলেও দুই-তিন ঘণ্টা বেশি সময় ব্যয় হয় গন্তব্যে পৌঁছাতে। স্থানীয় সড়ক বিভাগ সূত্র জানায়, প্রায় দুই বছর আগে গুরুত্বপূর্ণ এ মহাসড়কটি নির্মাণ করা হয়। তখন ভারী যানবাহন চলাচলের সক্ষমতার বিষয়টি চিন্তা করা হয়নি। ফলে কিছু দিন যেতেই সড়কের বিভিন্ন স্থান উঁচু-নিচু হতে থাকে। বছর না ঘুরতেই খানাখন্দে সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কুষ্টিয়া সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাকিরুল ইসলাম বলেন, নির্মাণকাজের গতি কিছুটা কম থাকলেও ইতোমধ্যে ২০-২৫ ভাগ সম্পন্ন হয়েছে। ২০২৩ সালের অক্টোবর পর্যন্ত মেয়াদ আছে।
শিরোনাম
- উপাচার্যের পদত্যাগ দাবিতে ববিতে কমপ্লিট শাটডাউন ঘোষণা
- আল-নাসর ছাড়ার পথে রোনালদো?
- পুঁজিবাজার পরিস্থিতির উন্নয়নে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা
- কিশোর কর্মচারীর গায়ে ভাতের গরম মাড় ঢেলে দিল বাবুর্চি
- পাকিস্তানের সামরিক সক্ষমতায় ভারত ‘অপ্রস্তুত, খানিকটা বিস্মিত’: ব্রিটিশ বিশ্লেষক
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
ভোগান্তির ১২ কিলোমিটার
আল-মামুন সাগর, কুষ্টিয়া
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর