বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ ০০:০০ টা

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী খুন

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ী নয়ন মিয়াকে হত্যা মামলার প্রধান আসামি শান্তকে গ্রেফতার করেছে পুলিশ। ওই সময় তার কাছ থেকে একটি দেশীয় শুটারগান,  ছোরা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গতকাল বিকালে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান। তিনি বলেন, গ্রেফতারকৃত শান্ত ও তার সাঙ্গোপাঙ্গরা মেহেরপাড়া এলাকায় বিভিন্ন ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা নিত। তেমনি ইট-বালু ব্যবসায়ী নিহত নয়ন মিয়ার কাছেও চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদার টাকা না দেওয়ায় শান্ত নয়নকে ছুরিকাঘাত করে হত্যা করে। আইনের চোখ ফাঁকি দিতে ঘটনার পর থেকে সে আত্মগোপনে চলে যায়। পরে গোপন সংবাদের ভিত্তিতে চৌয়া এলাকার রমিজ উদ্দিনের গরুর খামার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। ওই সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি শুটারগান, হত্যায় ব্যবহৃত ছোরা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। বুধবার রাতে একটি বাড়িতে ইট-বালু পৌঁছে দিয়ে বিলের ৫০ হাজার টাকা নিয়ে নিজের দোকানে ফিরছিলেন নয়ন মিয়া। পরে তাকে খুন করা হয়।

সর্বশেষ খবর