বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২ ০০:০০ টা

টঙ্গীতে চার বছরে ৫০০ মিটার রাস্তা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

টঙ্গীর বিভিন্ন এলাকায় বছরের পর বছর রাস্তার সংস্কার কাজ চলছে। খোঁড়াখুঁড়িতে অতিষ্ঠ জনজীবন। কবে নাগাদ এ দুর্ভোগ কমবে তা কেউ জানে না। রহস্যজনক কারণে ঠিকাদাররা কাজ করছেন মনগড়া। ব্যবহার করছেন নিম্নমানের ইট-বালু-খোয়া। কেউ দেখার নেই। টঙ্গী জোনের সংশ্লিষ্ট প্রকৌশলী বিষয়টি গুরুত্ব না দেওয়ায় দিন দিন মানুষের দুর্ভোগ বাড়ছে। সরেজমিন ঘুরে জানা যায়, শিল্পনগরী টঙ্গীর বিভিন্ন এলাকায় বছরের পর বছর ধরে রাস্তা সংস্কার কাজ চলছে। রাস্তার কাজ শুরু হয়, শেষ আর হয় না। মহানগরের সবচেয়ে অবহেলিত জোন এখন টঙ্গী। এর মধ্যে টঙ্গী শিলমনু, মরকুন, দত্তপাড়া, আউচপাড়া, আরিচপুর, মিরেশপাড়াসহ বিভিন্ন এলাকায় বছরের পর বছর ধরে সংস্কার কাজ চলছে; যার শেষ আর হচ্ছে না। এতে মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছে প্রতিদিন। টঙ্গী আবদুল গফুর খান রোডে ৫০০ মিটার ড্রেন ও রাস্তার সংস্কার কাজ করছে প্রায় চার বছর ধরে। এমন অবস্থা প্রতিটি এলাকায়। ঠিকাদারি প্রতিষ্ঠান বিশ্ববন্ধু ও ভূঁইয়া কনস্ট্রাকশন কর্তৃপক্ষের দায়িত্বহীনতার কারণে মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছে। নানা অজুহাতে কালক্ষেপণ চলছে।

সর্বশেষ খবর