দিনাজপুর অঞ্চলে বর্ষায় পানি বাড়ার সঙ্গে বিক্রি বেড়েছে মাছ ধরার উপকরণ। দেশীয় বাঁশ-বেত দিয়ে মাছ ধরার ফাঁদ তৈরির কারিগর এবং বাড়ির মহিলারা অবসরে এসব উপকরণ তৈরি করে বাড়তি অর্থ আয় করছেন। অন্যদিকে পেশাদার ও মৌসুমি জেলেরা এসব দিয়ে মাছ ধরে পরিবারের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করছে। এসব উপকরণ এলাকাভিত্তিক বিভিন্ন নাম যেমন- ভারং, পলাই, ঢাংগি, ডাড়কি টইয়া, ডিড়ই, বানা, হেঙ্গা ও খোলসুন ইত্যাদি। জানা যায়, গত কিছুদিনের বৃষ্টিতে অনেক স্থানে নদী-নালা ও পুকুর-ডোবায় কিংবা জমি বর্ষার পানিতে ভরে গেছে। এ সুযোগে এসব ফাঁদ রেখে মাছ ধরার উৎসবে মেতে উঠেছে অনেকে। বর্ষা মৌসুমে বেশি ব্যবহার হয় বাঁশের তৈরি ভোরং নামের একটি যন্ত্র। এলাকাভেদে এই যন্ত্রটিকে খোলসুন বলা হয়। আর বই-পুস্তকের ভাষায় বিটে বলা হয়। পানির মধ্যে এই যন্ত্রটি রেখে দেওয়া হয়। চলাচলে ছোট ছোট মাছগুলো বাঁশের তৈরি এই ফাঁদের ভিতরে আটকা পড়ে। এটি গ্রামাঞ্চলে মাছ ধরার জনপ্রিয় মাধ্যম। গতকাল দুপুরে খানসামা উপজেলার পাকেরহাটে দেখা যায়, মাছ ধরার কয়েক প্রকার এসব উপকরণ নিয়ে আছে কারিগররা। পেশাদার ও শৌখিন মাছ শিকারিদের আনাগোনায় জমে ওঠে বাজারটি। একেকটি উপকরণের দাম প্রকার ভেদে ৩০০ থেকে প্রায় ৩ হাজার টাকা। বাজারে উপকরণ কিনতে আসা ছাতিয়ানগড় গ্রামের মশিউর রহমানসহ কয়েকজন জানান, গ্রামের আশপাশের আবাদি জমি ও ছোট ছোট ডোবা নালা বর্ষার পানিতে ভরে গেছে। আর সেখানে দেখা মিলছে বিভিন্ন জাতের দেশি মাছ। বর্ষাকাল শুরু হলেই মাছ ধরি, এটা আমার নেশা। তাই মাছ ধরার জন্য ভোরং কিনতে এসেছি। ১০ বছর থেকে এ উপকরণ তৈরি ও বিক্রি করেন খানসামার ভা ারদহ গ্রামের সুখচাঁদ। তিনি বলেন, আগের মতো তো আর বাঁশের উপকরণ বিক্রি নেই। এখন মানুষ আধুনিক হয়ে গেছে, তারা প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহার করেন।
শিরোনাম
- মেট্রো রেলে ঝাঁকুনি, কারওয়ান বাজার-আগারগাঁও রুটে চলাচল বন্ধ
- স্বর্ণের দাম ভরিতে বাড়লো ৮ হাজার ৯০০ টাকা
- এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
- ৪৮তম বিশেষ বিসিএসে বাড়ছে না চিকিৎসকের পদ
- সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার রোধে দুই সেল গঠনের চিন্তা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৪৩২
- মাদক মুক্ত সমাজ ব্যবস্থা চালু করতে না পারলে পিছিয়ে যাব : এ্যানি
- টিকটক প্রতিনিধিদের সঙ্গে সিইসির বৈঠকে ‘অপপ্রচার’ ঠেকাতে আলোচনা
- বন্দরের বাড়তি ট্যারিফ নিয়ে শীঘ্রই স্টেকহোল্ডারদের সাথে বৈঠক হবে : আমীর হুমায়ুন
- সিরিজে টিকে থাকতে বাংলাদেশের দরকার ১৫০ রান
- নির্বাচনকালে নিজ বা শ্বশুরবাড়ি এলাকায় পোস্টিং হবে না
- শিক্ষায় পচন এত যে কমিশন করলেই সেরে যাবে না : পরিকল্পনা উপদেষ্টা
- প্লট দুর্নীতি : হাসিনা-পুতুল-জয়ের বিরুদ্ধে আরও ৮ জনের সাক্ষ্য
- সংস্কার কমিশনের প্রতিবেদন বই আকারে প্রকাশে প্রধান উপদেষ্টার আহ্বান
- আগামীর নতুন বাংলাদেশ হবে শিক্ষানির্ভর : আমীর খসরু
- মেট্রোরেল যাত্রীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ ডিএমটিসিএলের
- ক্লাস শুরুর দাবিতে অনশনে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা
- জলবায়ু পরিবর্তন সভ্যতাকে শেষ করবে না : বিল গেটস
- স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বহাল থাকছে আগামী শিক্ষাবর্ষেও
- টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, একাদশে জাকের
পানি বাড়ার সঙ্গে বেড়েছে মাছ ধরার উপকরণ বিক্রি
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর