ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করায় গাইবান্ধার ফুলছড়ির বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। শুধু থাকার জায়গা নয়, ফসলি জমি, গাছপালা, রাস্তাঘাট বিলীন হলেও কিছু যেন করার নেই নদী তীরের বাসিন্দাদের। ভিটেমাটিসহ সব হারিয়ে দিশাহারা অনেক পরিবার। বার বার আবগত করলেও মিলছে না সমাধান আর স্থায়ী তবে অস্থায়ী সমাধানে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। নদী ভাঙনের কবলে পড়ে শেষ সম্বলটুকুও হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে নদী পাড়ের বাসিন্দারা। নদীগর্ভে বিলীন হয়ে থাকার ঠাঁইটুকু নাই অনেকের। ভাঙন কবলিত বাসিন্দারা বলছেন, আমাদের কোনো কিছুর দরকার নাই শুধু থাকার জায়গাটা রক্ষা করা এমনটা দাবি করে কান্নাভরা কণ্ঠে বলেন নদী পাড়ের মানুষগুলো। বার বার স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পানি উন্নয়ন বোর্ডের কাছে গেলেও কোনো সমাধান পাইনি। তাই এখন নদী পাড়ে সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করে প্রতিকার চাইছি। আল্লাহ ছাড়া আর আমাদের দেখবার মতো কেউ নেই। ভাঙন কবলিত বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, রিলিপ সিলিপ কিছুই চাই না আমরা নদী পাড়ের মানুষ। আমরা শুধু চাই নদী ভাঙন রোধ। সবকিছু হারিয়ে সর্বস্বান্ত হয়ে যেতে যতটুকু বাকি আছে সেটুকুর জন্য সরকার ও পানি উন্নয়ন বোর্ড কাজ করলে জীবনটা কোনোরকম রক্ষা পাবে। এ বিষয়ে ফুলছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, নদী ভাঙন রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। ভাঙন কবলিত এলাকায় আর্থিক সহযোগিতা চেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান বলেন, পানি কমার সঙ্গে সঙ্গে তীব্র ভাঙন দেখা দিয়েছে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেছি যত দ্রুত সম্ভব ভাঙন প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করা হবে। ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ান থেকে উড়িয়া ইউনিয়ান পর্যন্ত সাম্প্রতিক সময়ে প্রায় ৫০০ বসতবাড়ি বিলীন হয়েছে। এখনো ভাঙন আতঙ্কে ১ হাজারের বেশি পরিবার।
শিরোনাম
- টাঙ্গাইলে বিএনপি নেতাকে না পেয়ে তার স্ত্রীকে কুপিয়ে হত্যা
- আজ বেনাপোল-পেট্রাপোল দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
- ভারতে গণবিক্ষোভের শঙ্কা, ১৯৭৪ পরবর্তী আন্দোলন নিয়ে গবেষণার নির্দেশ
- ভাঙ্গায় এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ
- লিবিয়া উপকূলে শরণার্থীবাহী নৌকায় আগুন, নিহত অন্তত ৫০
- ভারতে গেল ৩৭.৪৬ মেট্রিক টন ইলিশের প্রথম চালান
- জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু ২১ ডিসেম্বর
- গাজা শহরে বৃষ্টির মতো গোলাবর্ষণ চলছে, প্রাণ বাঁচাতে দক্ষিণে ছুটছে ফিলিস্থিনিরা
- তিন বিভাগে ভারি বর্ষণের আভাস
- ১৭ বিয়ে কাণ্ডে বরখাস্ত হলেন সেই বন কর্মকর্তা
- দেশের প্রেক্ষাগৃহে আসছে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’
- যে কারণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না জাপান
- টাঙ্গাইলের পাহাড়ি অঞ্চলে বাড়ছে হলুদের আবাদ, স্বপ্ন দেখছে কৃষক
- আইফোন ১৮ সিরিজে থাকবে না যে ফিচার
- রাজধানী ঢাকায় আজ কোথায় কোন কর্মসূচি
- ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে
- ক্ষতিগ্রস্ত শিল্পে স্বস্তি: ঋণের মেয়াদ বাড়বে সর্বোচ্চ ১০ বছর
- খাদ্য মূল্যস্ফীতি, দারিদ্র্য ও বৈষম্য
- যুক্তরাষ্ট্রে রপ্তানি ১৪ শতাংশ কমার শঙ্কা
- ইসলামী অর্থনীতিতে বাজারদর নির্ধারণের ন্যায়সংগত পথ
ভাঙনে দিশাহারা মানুষ
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর