ব্রহ্মপুত্র নদের পানি কমতে শুরু করায় গাইবান্ধার ফুলছড়ির বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভাঙন। শুধু থাকার জায়গা নয়, ফসলি জমি, গাছপালা, রাস্তাঘাট বিলীন হলেও কিছু যেন করার নেই নদী তীরের বাসিন্দাদের। ভিটেমাটিসহ সব হারিয়ে দিশাহারা অনেক পরিবার। বার বার আবগত করলেও মিলছে না সমাধান আর স্থায়ী তবে অস্থায়ী সমাধানে কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। নদী ভাঙনের কবলে পড়ে শেষ সম্বলটুকুও হারিয়ে দিশাহারা হয়ে পড়েছে নদী পাড়ের বাসিন্দারা। নদীগর্ভে বিলীন হয়ে থাকার ঠাঁইটুকু নাই অনেকের। ভাঙন কবলিত বাসিন্দারা বলছেন, আমাদের কোনো কিছুর দরকার নাই শুধু থাকার জায়গাটা রক্ষা করা এমনটা দাবি করে কান্নাভরা কণ্ঠে বলেন নদী পাড়ের মানুষগুলো। বার বার স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও পানি উন্নয়ন বোর্ডের কাছে গেলেও কোনো সমাধান পাইনি। তাই এখন নদী পাড়ে সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করে প্রতিকার চাইছি। আল্লাহ ছাড়া আর আমাদের দেখবার মতো কেউ নেই। ভাঙন কবলিত বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, রিলিপ সিলিপ কিছুই চাই না আমরা নদী পাড়ের মানুষ। আমরা শুধু চাই নদী ভাঙন রোধ। সবকিছু হারিয়ে সর্বস্বান্ত হয়ে যেতে যতটুকু বাকি আছে সেটুকুর জন্য সরকার ও পানি উন্নয়ন বোর্ড কাজ করলে জীবনটা কোনোরকম রক্ষা পাবে। এ বিষয়ে ফুলছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন জানান, নদী ভাঙন রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে। ভাঙন কবলিত এলাকায় আর্থিক সহযোগিতা চেয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে গাইবান্ধার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হান বলেন, পানি কমার সঙ্গে সঙ্গে তীব্র ভাঙন দেখা দিয়েছে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করেছি যত দ্রুত সম্ভব ভাঙন প্রতিরোধে পদক্ষেপ গ্রহণ করা হবে। ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়ান থেকে উড়িয়া ইউনিয়ান পর্যন্ত সাম্প্রতিক সময়ে প্রায় ৫০০ বসতবাড়ি বিলীন হয়েছে। এখনো ভাঙন আতঙ্কে ১ হাজারের বেশি পরিবার।
শিরোনাম
- জলবায়ু অর্থায়নের নামে ভয়াবহ ঋণের ফাঁদ
- চায়ের আড্ডায় টুকুর গণসংযোগ
- মোংলায় লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণা
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেফতার ১৭০০
- বরিশালের তিন অসহায় নারীর স্বামীকে রিকশা বিতরণ
- নারী কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা
- র্যাবের অভিযান টের পেয়ে সন্ত্রাসীর ছোড়া গুলি লাগলো গৃহবধূর বুকে
- রোহিঙ্গা ভোটার চিহ্নিত করতে মাঠ কর্মকর্তাদের নির্দেশ ইসির
- প্রেষণে জনবল নিয়োগে বাংলাদেশ ও কাতার সশস্ত্র বাহিনীর মধ্যে চুক্তি স্বাক্ষর
- ভবিষ্যতে শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না : আমিনুল
- গণতন্ত্র উত্তরণের পথ হলো সফল জাতীয় নির্বাচন : মান্না
- ‘হিংসার রাজনীতি করে শেখ হাসিনা বগুড়ার উন্নয়ন করেনি’
- তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান সেলিমের
- একটি দল ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে: তৃপ্তি
- নির্বাচন নিয়ে ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবিলা করতে হবে : মোশাররফ
- কুমিল্লা বোর্ডে ফেল থেকে পাশ ১০৮ জন
- আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন
- সোমবার সারা দেশে যানবাহন চলবে : পরিবহন শ্রমিক ফেডারেশন
- ব্রিতে নবান্ন উৎসব উদযাপিত
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা
ভাঙনে দিশাহারা মানুষ
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর