শনিবার, ৯ জুলাই, ২০২২ ০০:০০ টা
পুলিশের ওপর হামলা

২৪ ঘণ্টার ব্যবধানে আসামিদের জামিন

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় পুলিশের ওপর হামলাকারীদের গ্রেফতারের ২৪ ঘণ্টার ব্যবধানে একজনের জামিন হয়েছে। এ ছাড়া মামলার কয়েকজন আসামি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন। গ্রেফতার তিনজনের মধ্যে দুজনকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আসামিরা শর্তসাপেক্ষে জামিন লাভ করেন। নারায়ণগঞ্জ জেলা পুলিশের মিডিয়া অফিসার এসআই হাফিজুর রহমান গতকাল এ তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ৬ জুলাই ফতুল্লার ভূইগড় এলাকায় পশুর হাটে জোর করে গরু নামাতে বাধা দেওয়ায় পুলিশের ওপর হামলা চালান ইজারাদারের লোকজন। এতে পুলিশের একজন এসআই আহত হন। ঘটনার পরই অতিরিক্ত পুলিশ গিয়ে জড়িত তিনজনকে গ্রেফতার করে। এ ঘটনায় আহত এসআই মিজানুর রহমান বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ জানায়, গ্রেফতার তিন আসামির মধ্যে একজন জামিন পেয়েছে। এছাড়া কয়েকজন আত্মসমর্পণ করেছেন  তাদেরও জামিন হয়েছে। গ্রেফতারকৃত দুইজন জেল হাজতে আটক আছে।

সর্বশেষ খবর