দিনাজপুরের হিলিতে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। তিন দিনের ব্যবধানে কেজিতে দাম কমেছে ৮০ টাকা। তিন দিন আগে প্রতি কেজি কাঁচা মরিচ ২০০ টাকা বিক্রি হলেও গতকাল বিক্রি হয়েছে ১২০ টাকায়। একইভাবে দাম কমেছে শসার। ৮০ টাকা কেজির শসা বিক্রি হচ্ছে ৪০ টাকায়।
হিলি বাজারে কাঁচা মরিচ কিনতে আসা মাহবুব হোসেন বলেন, ঈদের কয়েক দিন আগে কাঁচা মরিচ কিনেছিলাম ৪০-৫০ টাকা কেজি। যেই ঈদ এলো কাঁচা মরিচের দাম বাড়তে বাড়তে ২০০ হলো। ঈদের পর একটু করে দাম কমতে শুরু করে। বর্তমানে ১২০ টাকায় নেমেছে। দাম আগের মতো স্বাভাবিক হলে আমাদের জন্য ভালো হয়। বিক্রেতা বিপ্লব শেখ বলেন, কয়েক দিন ধরে দাবদাহ বিরাজ করছে। এতে বিভিন্ন অঞ্চলে কাঁচা মরিচের গাছ নষ্ট হয়ে উৎপাদন ব্যাহত হয়েছে। এ ছাড়া ঈদের সময় মরিচের চাহিদা বেড়ে যায়।
চাহিদার তুলনায় কাঁচা মরিচ সরবরাহ কমায় দাম ঊর্ধ্বমুখী হয়েছিল।