রবিবার, ১৭ জুলাই, ২০২২ ০০:০০ টা

যানজটে স্থবির কিশোরগঞ্জ

সাইফউদ্দীন আহমেদ লেনিন, কিশোরগঞ্জ

যানজটে স্থবির কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ শহরে তীব্র যানজট -বাংলাদেশ প্রতিদিন

কিশোরগঞ্জ শহরের একরামপুর থেকে বটতলা পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা অটোরিকশায় যেতে লাগে আধা ঘণ্টার বেশি সময়। প্রতিদিনই ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ শোনা যায়। আবার ফুটপাত দখলে থাকায় স্বাভাবিকভাবে হাঁটাও যায় যায় না। ঘণ্টার পর ঘণ্টা যানজটে স্থবির থাকে শহর। কিশোরগঞ্জ শহরে যানজটের প্রতিদিনের চিত্র এমনই। ফুটপাতগুলো দখলে রয়েছেন প্রভাবশালীরা। অদক্ষ চালক ও নিয়ন্ত্রণহীন অটোরিকশা। অপ্রশস্ত সড়ক। যানজট নিরসনে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়নের অভাব। কিশোরগঞ্জ শহরে যানজটের জন্য এসব কারণকেই দায়ী করেছেন অনেকে। কিশোরগঞ্জ বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু বলেন, যানজটের কারণে তাদের অপূরণীয় ক্ষতি হচ্ছে। প্রভাবশালীরা ফুটপাতে হকার বসিয়ে তাদের কাছ থেকে মাসোহারা আদায় করছেন। পৌর মার্কেটে হকারদের পুনর্বাসন করে ফুটপাত দখলমুক্ত করার দাবি জানান তিনি। প্রভাবশালী মহলের ছত্রছায়ায় শহরের বিভিন্ন মোড়ে অটোস্ট্যান্ড গড়ে উঠেছে উল্লেখ করে দিলু বলেন, যে যার মতো করে ফুটপাত, মোড় দখল করে সুবিধা নিচ্ছে। তিনি বলেন, কিশোরগঞ্জে শিল্পপ্রতিষ্ঠান বলতে তেমন কিছু নেই। ফলে বেকার যুবকদের বেশির ভাগই অটোরিকশা চালাতে বাধ্য হচ্ছেন। তাদের বেশির ভাগই অদক্ষ। এসব অটোরিকশাও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। ফলে বাড়ছে যানজট। কিশোরগঞ্জ পৌরসভার মেয়র পারভেজ মিয়া বলেন, যানজট নিরসনে একসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি ছিল। বর্তমানে এ কমিটির কোনো কার্যক্রম নেই। শহরের বাইরের অটোরিকশাগুলো যেন শহরে ঢুকতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা কমিটির একাধিক সভায় আলোচনা হয়েছে। কিন্তু নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এক্ষেত্রে শহরের বাইরে বিভিন্ন পয়েন্টে অটোস্ট্যান্ড করা হলে অনেকটা নিয়ন্ত্রণ করা সম্ভব বলে তিনি মনে করেন। ফুটপাত দখল করে হকার বসানো প্রসঙ্গে বলেন, ফুটপাত দখলমুক্ত করার জন্য প্রায়ই উচ্ছেদ অভিযান চালানো হয়। কিন্তু কয়েক দিন যেতেই আবারও দখল হচ্ছে। হকারদের পৌর মার্কেটে পুনর্বাসনের কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি বলেন, তাদের জন্য নরসুন্দা নদীর তীরে হলিডে মার্কেট করে দেওয়া যেতে পারে। যানজট নিরসন শুধু পৌরসভার একার পক্ষে সম্ভব নয় দাবি করে মেয়র বলেন, এক্ষেত্রে ট্রাফিক, প্রশাসনসহ সবার সমন্বয় দরকার। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যানজট নিরসনে যে কমিটি গঠন করা হয়েছিল, সে কমিটির কার্যক্রম চলমান রয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। তিনি বলেন, পৌর কর্তৃপক্ষ, ট্রাফিক এবং প্রশাসন সবার সম্মিলিত প্রচেষ্টায় যানজট নিরসনে উদ্যোগ নিতে হবে। এক্ষেত্রে পৌর কর্তৃপক্ষ পরিকল্পনা করে সুপারিশ করলে আমরা সহযোগিতা করতে পারি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর