মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ০০:০০ টা

ক্ষতিগ্রস্তরা চান ন্যায্যমূল্য

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে হাটিকুমরুল গোলচত্বর এলাকায় প্রস্তাবিত ইন্টারচেঞ্জ নির্মাণের জন্য সরকারিভাবে অধিগ্রহণকৃত জমি এবং ভূমির ওপর নির্মাণাধীন স্থাপনার সঠিক তালিকা প্রণয়নসহ ন্যায্যমূল্যের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত মালিকরা। গতকাল হাটিকুমরুল গোলচত্বর এলাকার ইমান আলী মার্কেটে হলরুমে কমিটি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ দাবি জানান।

 সংবাদ সম্মেলনে মিল্কভিটার সাবেক চেয়ারম্যান ও হাটিকুমরুল এলাকার ক্ষতিগ্রস্ত ভূমির মালিক ও ব্যবসায়ীদের স্বার্থরক্ষা কমিটির যুগাœ আহ্বায়ক আবদুর রাজ্জাক লিখিত বক্তব্যে বলেন, একটি এনজিওর মাধ্যমে একতরফাভাবে ভূমি অধিগ্রহণের তালিকা করা হয়েছে যাতে অনেক ব্যবসায়ী ও ভূমি মালিকদের নামসহ স্থাপনা উল্লেখ করা হয়নি। সে তালিকা অনুযায়ী ক্ষতিপূরণ দিলে ভূমি মালিক ও স্থাপনার মালিকরা চরম ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। সংবাদ সম্মেলনে ভূমি মালিকরা ভূমি অধিগ্রহণ আইন-২০১৭ বিধান সম্পূর্ণ বাস্তবায়নসহ ক্ষতিগ্রস্তদের প্রতিনিধিদের নিয়ে যৌথভাবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তালিকা প্রণয়ন ও জমির সঠিক মূল্যায়ন ও বাস্তবায়ন এবং গণপূর্ত বিভাগ থেকে ২০২২ সালে প্রকাশিত রেট শিডিউলের মাধ্যমে অবকাঠামোর মূল্য নির্ধারণের দাবি জানান। সংগঠনের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, দীর্ঘদিন ধরে আমরা হাটিকুমরুল গোলচত্বরে নিজস্ব জমির ওপর ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলে জীবিকা নির্বাহ করছি। জমি, বসতভিটা এবং ব্যবসাপ্রতিষ্ঠানই ছিল আমাদের বসবাস ও উপার্জনের একমাত্র অবলম্বন। সরকার দেশের উন্নয়নের জন্য অধিগ্রহণ করবে তাতে আমরাও খুশি। কিন্তু আমাদের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত করা কোনোভাবেই কাম্য নয়। সঠিক তালিকার মাধ্যমে ক্ষতিগ্রস্তরা যাতে জমি ও স্থাপনার ন্যায্যমূল্য পান সে জন্য প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। ক্ষতিগ্রস্ত মালিকদের ন্যায্য দাবিগুলো পূরণ না হলে আত্মহত্যার হুমকিসহ  আগামীতে কঠোর কর্মসূচি নেওয়ারও ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে কমিটির যুগ্ম আহ্বায়ক এম এ আল বাকী ও মিজানুর রহমান বিএসসিসহ অধিগ্রহণকৃত জমির ক্ষতিগ্রস্ত দুই শতাধিক মালিক উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর