সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

নিরাপত্তার দাবিতে রাস্তায় সোনা ব্যবসায়ীরা

জুয়েলার্সে ডাকাতি ও ব্যবসায়ীকে গুলি

প্রতিদিন ডেস্ক

ময়মনসিংহের ভালুকা উপজেলা সদরের প্রদীপ জুয়েলার্সে বোমা ফাটিয়ে ডাকাতি এবং মালিককে গুলি করার ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ময়মনসিংহ জেলা ও জেলার ১৩টি উপজেলা শাখা গতকাল পৃথকভাবে এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে ব্যবসায়ীরা জুয়েলারি ব্যবসার নিরাপত্তার দাবি জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি পেশ করেন। প্রতিনিধিদের পাঠানো খবর- ময়মনসিংহ : মানববন্ধন কর্মসূচি চলাকালে ময়মনসিংহ জেলা ও ১৩টি উপজেলার সব স্বর্ণের দোকান বন্ধ রেখে স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। বেলা ১২টা থেকে ময়মনসিংহ নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেছে বাজুস জেলা শাখার নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বাজুস ময়মনসিংহ জেলা শাখার সভাপতি এম এ কবির, সাধারণ সম্পাদক চন্দন কুমার ঘোষ প্রমুখ। ভালুকা (ময়মনসিংহ) : সকালে বাজুস ভালুকা শাখার আয়োজনে ভালুকা পৌরসভার শহীদ নাজিম উদ্দিন রোডে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্যবসায়ীরা নিরাপত্তা দাবিতে ইউএনও’র মাধ্যমে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপির অনুলিপি স্থানীয় সংসদ সদস্য, পুলিশ সুপার, ইউএনও, উপজেলা চেয়ারম্যান, থানার ওসি ও বাজার ব্যবসায়ী সমিতিকে প্রদান করা হয়।  মানববন্ধনে উপস্থিত ছিলেন বাজুস ভালুকা শাখার শতাধিক নেতা-কর্মী। ফুলপুর (ময়মনসিংহ) : বেলা ১১টায় ভাষা সৈনিক এম শামসুল হক চত্বরে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাজুস ফুলপুর উপজেলা শাখার সভাপতি শ্যামল বণিক, সাধারণ সম্পাদক গোপাল দাস প্রমুখ। ঘণ্টাব্যাপী মানববন্ধনের পর ব্যবসায়ীরা ইউএনও’র মাধ্যমে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।

সর্বশেষ খবর