সোমবার, ২৫ জুলাই, ২০২২ ০০:০০ টা

স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদন্ড

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় স্ত্রী হত্যা মামলার রায়ে পলাতক স্বামী উজ্জ্বল প্রামাণিকের (৪০) মৃত্যুদন্ড ও ১ লাখ টাকা অর্থদন্ড এবং অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। এ মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায় চার আসামিকে বেকসুর খালাসও প্রদান করেছেন আদালত। গতকাল দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক এ কে এম ফজলুল হক এ রায় ঘোষণা করেন। দন্ডপ্রাপ্ত উজ্জ্বল প্রামাণিক জেলা সদরের কৈচর দক্ষিণ পাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। উজ্জ্বল দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। এ মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায় চার আসামিকে বেকসুর খালাস প্রদান করেছেন আদালত। খালাস প্রাপ্তরা হলেন- উজ্জ্বলের ভাই হীরা প্রাং, উজ্জ্বলের মা আলেয়া বেগম, কাহালুর আলোক্ষছত্র এলাকার নাজমুল হোসেন লাবু এবং তার স্ত্রী লাভলী বেগম। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ বগুড়ার পিপি নরেশ চন্দ্র মুখার্জি জানান, ২০০৬ সালের জুন মাসে উজ্জ্বলের সঙ্গে জেলা শহরের সূত্রাপুর এলাকার আকবর আলী শেখের মেয়ে আলো বেগমের বিয়ে হয়। বিয়েতে যৌতুক হিসেবে ৩০ হাজার টাকা প্রদান করে উজ্জ্বলকে।

 

সর্বশেষ খবর