শুক্রবার, ৫ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি যানবাহন চলাচলে ঝুঁকি

অনিক ইসলাম, বান্দরবান

সড়কের মাঝে বিদ্যুতের খুঁটি যানবাহন চলাচলে ঝুঁকি

খুঁটির কারণে সড়কে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না গাড়ি -বাংলাদেশ প্রতিদিন

বান্দরবান জেলা সদরের কেন্দ্রীয় বাস টার্মিনালের লিংক রোডের মাঝখানে রয়েছে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের চারটি খুঁটি। এতে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। বিদ্যুৎ বিভাগ বা বান্দরবান পৌরসভা সমস্যা সমাধানের পরিবর্তে একে অন্যের ওপর দায় চাপাচ্ছে। সম্প্রতি বান্দরবান শহরের প্রধান সড়কের উন্নয়ন কাজের কারণে পুরাতন বাস টার্মিনালের মোড় থেকে টানেল হয়ে নতুন বাস টার্মিনাল দিয়ে শহরে প্রবেশের বিকল্প পথ চালু হওয়ায় ঝুঁঁকি আরও বেড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, পুরাতন বাস টার্মিনাল থেকে নতুন টার্মিনালে যাওয়ার অসমাপ্ত টানেলের পথ ধরে প্রতিদিন ২০০-৩০০ বাস-ট্রাক যাতায়াত করছে। প্রধান সড়কের উন্নয়ন কাজের কারণে  মাঝারি যানবাহন, ট্যাক্সি, ইজিবাইক, মোটরসাইকেল, মিনি ট্রাক এবং রিকশা-ভ্যানও চলছে এ পথে। কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শহর অভিমুখী নবনির্মিত লিংক সড়কের চারটি পয়েন্টে রাস্তার মাঝখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইনের চারটি খুঁটি থাকায় ঝুঁকি নিয়েই গাড়ি চালাতে হচ্ছে। ট্রাকচালক আবদুল মিয়া বলেন, বড় বড় ট্রাক অতি সাবধানে চালাতে হচ্ছে। কোনো কারণে বিদ্যুৎ খুঁটিতে ধাক্কা লাগলে ভেঙে তার মাথায় পড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি। বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামরুল হাসান বাচ্চু বলেন, বাস-ট্রাকের ধাক্কা লেগে হাই ভোল্টেজের খাম্বা ভেঙে পড়লে শুধু প্রাণহানি ঘটবে না, বড় ধরনের অগ্নিকান্ডও ঘটতে পারে। তিনি বলেন, এ বিষয়ে বান্দরবান পৌরসভার পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগকে লিখিত চিঠি দেওয়া হয়েছে। তারা ব্যবস্থা নিচ্ছেন না। বান্দরবান বিদ্যুৎ সরবরাহ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুম আমীর বলেন, ৩৩ কেভির লাইন সরাতে হলে উচ্চ পর্যায়ের অনুমতি লাগে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট দফতরে জানিয়েছি।

সর্বশেষ খবর