মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২ ০০:০০ টা

১০ লাখ টাকা খুইয়ে দিশাহারা পরিবার

সিরাজগঞ্জ প্রতিনিধি

কোরবানির হাটে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে গরু বিক্রির ১০ লাখ টাকা খুইয়ে দিশাহারা হয়ে পড়েছে সিরাজগঞ্জের এক কৃষক পরিবার। মামলা করার এক মাস পেরিয়ে গেলেও টাকা উদ্ধার না হওয়ায় হতাশায় দিন পার করছে পরিবারটি। হাটের সিসিটিভি ফুটেজে অজ্ঞান পার্টির সদস্যের দেখা গেলেও টাকা উদ্ধারে তেমন ভূমিকা না নেওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছে কৃষক পরিবারটি। জানা যায়, জুলাই মাসের ৭ তারিখে সিরাজগঞ্জের আবুদিয়া গ্রামের কৃষক মুসলিম উদ্দিন নিজ বাড়িতে লালন-পালন করা ৯টি গরু বিক্রির জন্য ঢাকার বাড্ডার আফতাবনগরের অস্থায়ী হাটে যান। দুই দিনে ৮টি গরু বিক্রি করে নগদ ৯ লাখ ৯৬ হাজার টাকা পান।

টাকাগুলো একটি ব্যাগের মধ্যে গচ্ছিত করে তার কাছে রেখে দেন। ৯ জুলাই রাত ২টার দিকে হাটসংলগ্ন একটি হোটেলে খাবার খেতে খান। খাবারের মধ্যে অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে নেশা বা ঘুমের ওষুধ মিশিয়ে দেওয়ায় খাবার খাওয়ার পরই মুসলিম উদ্দিন অসুস্থ হয়ে যান। কোনোমতে তিনি হাটের উত্তর পাশে অস্থায়ী কোরবানি হাটের বিশ্রামের জায়গায় এসে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে টাকার ব্যাগ খুঁজে পাননি। ভুক্তভোগী মুসলিম উদ্দিন জানান, আমার বাবা ও এক ভাই তিনজন মিলে ঋণ করে ৯টি গরু লালন-পালন করেছিলাম। গরু বিক্রি করে টাকা পরিশোধের কথা ছিল। কিন্তু অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ১০ লাখ টাকা খুইয়ে আমরা চরম বিপদে পড়েছি। ঋণের চাপে পড়ে দিশাহারা হয়ে পড়েছি। টাকাগুলো না পেলে আমাদের আত্মহত্যা ছাড়া বিকল্প নেই। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে বাড্ডা থানায় মামলাসহ সিসিটিভি ফুটেজ জমা দিলেও পুলিশ টাকা উদ্ধারে কোনো ভূমিকা পালন করছে না। এমনকি টাকা খরচ করে সিরাজগঞ্জ থেকে বারবার ঢাকা বাড্ডা থানায় গেলেও পুলিশ মামলা নিয়ে গুরুত্ব দিচ্ছে না। তাদের দাবি প্রশাসন যদি গুরুত্ব দেয় তবে অজ্ঞান পার্টির সদস্যদের দ্রুত শনাক্ত করে টাকা উদ্ধার করা সম্ভব হবে। মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম ভুইয়া জানান, বাদী যাদেরকে সন্দেহ করেছেন তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজটি অস্পষ্ট হলেও গভীরভাবে পর্যালোচনা করা হয়েছে। কিন্তু শনাক্ত করা সম্ভব হয়নি। যে কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মামলাটি ডিবি বা বিশেষ সংস্থার ওপর দায়িত্ব প্রদান করছে। আশা করছি পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দ্রুত আসামিদের শনাক্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারব।

সর্বশেষ খবর