রবিবার, ১৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

মহাসড়কে ময়লার ভাগাড়

আসাদুজ্জামান সুমন, ভালুকা

মহাসড়কে ময়লার ভাগাড়

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে আবর্জনার স্তূপ -বাংলাদেশ প্রতিদিন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিভিন্ন স্থানে গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ব্যস্ত এ চার লেন সড়ক ঘেঁষে প্রতিদিন ফেলা হচ্ছে ময়লা। ময়লার স্তূপের কারণে কোনো কোনো স্থানে সরু হয়ে আছে সড়ক। পথচারী ও যাত্রীদের প্রতিনিয়ত সহ্য করতে হচ্ছে উৎকট দুর্গন্ধ। গুরুত্বপূর্ণ মহাসড়কটি দিনের পর দিন এমন অবস্থায় থাকলেও সংশ্লিষ্টদের নেই কোনো উদ্যোগ। সরেজমিন দেখা যায়, চার লেন মহাসড়ক ঘেঁষে ভালুকা উপজেলার ভান্ডাব, সিডস্টোর, আমতলী ও মায়ের মসজিদ সংলগ্ন এলাকায় রয়েছে বর্জ্যরে স্তূপ। কয়েকটি স্থানে রাস্তার ওপর উপচে পড়ছে আবর্জনা। এতে মহাসড়ক সরু হয়ে চলাচল ব্যাহত হচ্ছে। পাশাপাশি দূষণ হচ্ছে পরিবেশ। সৌন্দর্যও বিনষ্ট করছে। পরিত্যক্ত পলিথিন, প্লাস্টিকের বস্তা, কর্কশিট, কাগজ, খাবারের উচ্ছিষ্ট ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। বাড়ছে মশা-মাছির উপদ্রব। ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। স্থানীয় গার্মেন্ট শ্রমিক রফিকুল ইসলাম বলেন, ‘সড়কের পাশে ফেলা ময়লার দুর্গন্ধে নাকে-মুখে রুমাল দিয়ে চলতে হয় প্রতিদিন। দুর্গন্ধে নিঃশ্বাস নেওয়া যায় না।’

ভালুকা মডেল গার্লস কলেজের শিক্ষার্থী মুন্নি আক্তার বলেন, ‘এ সড়ক দিয়ে প্রতিদিন কলেজে যেতে হয়। বছরের পর বছর এমন অবস্থা চললেও আবর্জনা অপসারণে কোনো উদ্যোগই নিচ্ছে না কেউ।’ হবিরবাড়ী ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু বলেন, ‘ইউনিয়ন পরিষদের উদ্যোগে স্থায়ীভাবে ডাস্টবিনের জন্য জমি খোঁজা হচ্ছে। খুব তাড়াতাড়িই স্থায়ী সমাধান করা হবে।’ ভালুকা পৌর মেয়র ডা. এ কে এম মেজবাহ উদ্দিন কাইয়ূম বলেন, ‘ময়লা-আবর্জনার জন্য ডাম্পিং স্টেশন করার সিদ্ধান্ত হয়েছে। আমরা কয়েক স্থানে জমিও দেখেছি। দ্রুতই এসব ময়লা ডাম্পিং করা হবে।’ ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা খাতুন বলেন, ‘এ বিষয়ে পৌর মেয়র ও ইউপি চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। আশা করছি শিগগিরই সমাধান হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর