রবিবার, ১৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

পুলিশ-ডাকাত গোলাগুলি

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে স্পিডবোট নিয়ে ডাকাতির সময় পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় পাঁচজনকে আটক করেছে নৌ-পুলিশ। জাজিরার পালেরচর এলাকায় পদ্মা নদীতে গত শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। আটকরা হলেন- আবুল বাশার, শাকিল, ইয়ামিন, আক্তার ও ইকবাল। তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও মুঠোফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় গতকাল জাজিরা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, নৌ-পুলিশের এসআই জহিরুল হক বাদী হয়ে জাজিরা থানায় বিস্ফোরক, অস্ত্র ও ডাকাতি আইনে মামলা করেছেন। আটকদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। জাজিরার মাঝিরঘাট নৌপুলিশ ফাঁড়ি সূত্র জানায়, শুক্রবার বিকালে ১২-১৩ জন দুর্বৃত্ত স্পিডবোট নিয়ে পদ্মা নদীতে নৌযানে ডাকাতি করছিল। নৌ-পুলিশ খবর পেয়ে ডাকাত দলকে ধাওয়া করে। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর