রবিবার, ১৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বিএনপির দুই পক্ষ মুখোমুখি, ১৪৪ ধারা

বরগুনা প্রতিনিধি

বরগুনার আমতলীতে উপজেলা ও পৌর বিএনপির কমিটি ঘোষণাকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে কর্মসূচি ঘোষণা করে দুই পক্ষ। এতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় উপজেলা প্রশাসন আমতলীতে ১৪৪ ধারা জারি করেছে। গতকাল দুপুরে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মাইকিং করে এদিন বিকাল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত পৌর শহরে সব সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সদ্যঘোষিত উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান হিরু মৃধা বলেন, উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটিকে কেন্দ্র করে আমাদের পূর্বনির্ধারিত আনন্দ শোভাযাত্রা বানচাল করতে বিরোধীপক্ষ পাল্টা কর্মসূচি দিয়েছে।

সর্বশেষ খবর