রবিবার, ১৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা
ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স

জনবল সংকটে সেবাদানে হিমশিম

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীর ডিমলা উপজেলার সাড়ে ৩ লাখ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নির্মাণ করা হয় ৫০ শয্যার হাসপাতাল। ডিমলা উপজেলাবাসী ছাড়াও এই হাসপাতালে চিকিৎসা নিতে আসেন ডোমার, জলঢাকা ও হাতিবান্ধার মানুষ। ৫০ শয্যার এ হাসপাতালে রয়েছে জনবল সংকট। ডেন্টাল সার্জনের পদটি শূন্য। তৃতীয় শ্রেণির ৮৯ পদের মধ্যে রয়েছেন ৬১ জন। চতুর্থ শ্রেণির ২৯ জনের মধ্যে আছেন মাত্র ১১ জন। বর্তমানে ১১ জন ডাক্তার এবং ৪০ জন নার্স কর্মরত আছেন। প্রতিদিন বহির্বিভাগে ৪০০ ও অভ্যন্তরীণ বিভাগে ৭০-১০০ জন এবং জরুরি বিভাগে ১০০-১৫০ রোগীর সেবা দিতে হিমশিম খাচ্ছেন তারা। হাসপাতালটিতে কনসালটেন্ট সার্জারি, কনসালটেন্ট গাইনি, অ্যানেসথেসিয়া কনসালটেন্ট না থাকায় সিজারিয়ানসহ অন্য রোগীদের অস্ত্রোপচার বন্ধ রয়েছে।

ডিমলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাশেদুজ্জামান বলেন, পদগুলো পূরণ হলে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে।

 

সর্বশেষ খবর