রবিবার, ১৪ আগস্ট, ২০২২ ০০:০০ টা
মতবিনিময় সভায় বক্তারা

বগুড়ায় সারের কোনো সংকট নেই

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় চলতি আগস্ট মাসে ৯ হাজার ৩৫৫ টন ইউরিয়া সারের চাহিদার বিপরীতে মজুদ আছে ১০ হাজার ২০৮ টন। জেলায় সারের কোনো অভাব নেই। কৃষক পর্যায়ে ভালোভাবে সার পৌঁছানোর দায়িত্ব ডিলারদের। কোথাও যেন অনিয়ম না হয়। নিজ এলাকার বাইরে কোনো ডিলার সার বিক্রি করতে পারবেন না। বগুড়া সার্কিট হাউস মিলনায়তনে গতকাল বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন বগুড়া জেলা ইউনিটের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক এ কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, দুলাল হোসেন, এনামুল হক, আবুল কালাম আজাদসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারা।

সর্বশেষ খবর