রবিবার, ২১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ

বাঞ্ছারামপুর প্রতিনিধি

বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ

‘বসুন্ধরা গ্রুপের হগল মালিকগর লাইগা দোয়া করি, আল্লায় যেন ভালো রাহে।’ বসুন্ধরা গ্রুপের অর্থায়নে বসুন্ধরা ফাউন্ডেশনের ঋণ পেয়ে কথাগুলো বলছিলেন বাঞ্ছারামপুর উপজেলার আছাদনগর গ্রামের রহিছা বেগম (৬০)। তিনি বলেন, ‘এমন টাইমে এই টেহাগুলি পাইছি, যেগুলি দিয়া খেতে ধান লাগামো, আল্লার রহমতে খাওনের কোনো অভাব থাকত না।’ বাঞ্ছারামপুর উপজেলার দুর্গারামপুরে মঙ্গলবার ৬২তম সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ করা হয়। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ও বসুন্ধরা গ্রুপের ট্রেজারার ময়নাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক ও ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক ইমদাদুল হক মিলন। উপস্থিত ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইমুন কবির, কালের কণ্ঠ শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান, বসুন্ধরা ফাউন্ডেশনের শাখা ব্যবস্থাপক মোশাররফ হোসেন, জুনিয়র অফিসার আমির হোসেন আনোয়ার, বসুন্ধরা গ্রুপের ভূমি সহকারী কর্মকর্তা জামাল উদ্দিন প্রমুখ। ইমদাদুল হক মিলন বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সরাসরি তত্ত্বাবধানে করোনাভাইরাস মহামারিতেও উত্তরবঙ্গের কর্মহীন জনগোষ্ঠীকে মাসব্যাপী খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। বিভিন্ন ক্রান্তিকালে দেশ ও জনগণের কল্যাণে পাশে দাঁড়ায় বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের মহানুভবতার কারণেই মানুষ শিক্ষা, চিকিৎসা, খাদ্যসহ বিভিন্ন সহযোগিতা পাচ্ছে। ময়নাল হোসেন চৌধুরী বলেন, এ ঋণ বিতরণের উদ্দেশ্য দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলা। এ ঋণ শুধু মহিলাদের মধ্যে বিতরণ করা হয়, যা দিয়ে তারা হাঁস-মুরগি, গরু-ছাগল পালন, শাকসবজি চাষসহ ৩২ প্রকার কাজে বিনিয়োগ করে উপকার পাচ্ছেন। ২০০৫ সাল থেকে বসুন্ধরা গ্রুপ নিয়মিত এ ঋণ বিতরণ করছে।

সর্বশেষ খবর