রবিবার, ২১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

শান্তি সমাবেশের ৯ দিন পর আবারও সংঘর্ষ, আহত ৪

কুষ্টিয়া প্রতিনিধি

সংঘাত বন্ধে শান্তি সমাবেশের ৯ দিন পর কুষ্টিয়ার কুমারখালীর সদকী ইউনিয়নের চরপাড়া গ্রামে আবারও দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। গতকাল ভোরের এ সংঘর্ষে উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। এ সময় কয়েকটি ঘরবাড়ি ভাঙচুর করা হয়। আহতরা ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

গত ১১ আগস্ট সন্ধ্যায় সংঘাত বন্ধে চরপাড়ায় শান্তি সমাবেশ হয়েছিল। সমাবেশে উভয় পক্ষ প্রতিশ্রুতি দিয়েছিল, তারা আর কখনো সংঘাতে জড়াবেন না। স্থানীয়রা জানান, চরপাড়া গ্রামে শতাধিক পরিবারের বাস।

২০২০ সালে জমির আইল নিয়ে বিরোধে দুটি পক্ষ তৈরি হয়। এলাকার আধিপত্য বিস্তারে  এক পক্ষের নেতৃত্ব দেন দুলাল মিস্ত্রি। অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন সাবেক ইউপি সদস্য আনসার আলী মেম্বার। সামান্য বিষয় নিয়েও সংঘাতে জড়ান দুই পক্ষের লোকজন।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, উভয় পক্ষ এলাকায় শান্তি সমাবেশ করে আর সংঘাতে জড়াবে না বলে প্রতিশ্রুতি দিয়ে ফের সংঘর্ষে জড়িয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।    লিখিত অভিযোগ পেলে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর