রবিবার, ২১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

অধ্যক্ষের অপসারণ দাবি শিক্ষক-কর্মচারীর

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জ শহরের সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবদুল হালিমের বিরুদ্ধে স্কুল ফান্ডের টাকা আত্মসাতসহ নানা অভিযোগ ওঠেছে। প্রতিষ্ঠানের ১৫ জন শিক্ষক-কর্মচারী অধ্যক্ষের অপসারণসহ শাস্তি চেয়ে ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, আবদুল হালিম গত বছরের নভেম্বরে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। যোগদানের পরই নানা অনিয়মে জড়িয়ে পড়েন তিনি। অষ্টম, নবম ও একাদশ শ্রেণির প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে বিনা রশিদে ৫০০ টাকা হারে আদায় করেন। তিন শ্রেণিতে ১ হাজার ১০০ জনের কাছ থেকে নেন ৫ লাখ ৫০ হাজার টাকা। বিনা রশিদে ৩০০ টাকা হারে প্রশংসাপত্র বিক্রি বাবদ ৮ শতাধিক ছাত্র-ছাত্রীর কাছ থেকে তোলেন ২ লাখ ৪০ হাজার টাকা। এ টাকা স্কুলফান্ডে জমা না দিয়ে পুরোটাই আত্মসাৎ করেছেন। অধ্যক্ষ আবদুল হালিম সব অভিযোগ অস্বীকার করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এলিজা সুলতানা জানান, বিনা রশিদে ছাত্র-ছাত্রীর কাছ থেকে টাকা আদায় করার  বিধান নাই। জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ বলেন, তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর