রবিবার, ২১ আগস্ট, ২০২২ ০০:০০ টা

সরকারি জমিতে অবৈধ মার্কেট নির্মাণ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জেলা পরিষদের মালিকানাধীন কৃষি জমি এক বছরের জন্য লিজ নিয়ে সেখানে অবৈধভাবে পাকা মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে। জানা যায়, নাচোল পৌর এলাকার মুরাদপুর মহল্লার তরিক-উজ-জামান সুমন হাজীডাঙ্গা এলাকায় রাস্তার পাশে জেলা পরিষদের ১ হাজার ৭৫০ বর্গফুট জমি গত ২১ জুলাই এক বছরের জন্য (২০২২-২৩ অর্থবছর) কৃষি কাজের নামে লিজ নেন। লিজের শর্ত অনুযায়ী ওই জমিতে স্থায়ী কোনো অবকাঠামো নির্মাণ এবং কারও কাছে হস্তান্তর করা যাবে না। সেই শর্ত লঙ্ঘন করে লিজ নেওয়া জমিতে প্রায় ১০টি পাকা দোকানঘর ভাড়া দেওয়ার জন্য নির্মাণ করা হচ্ছে। ওই জমির পাশে অন্য লোকজনের জমি ও বাড়ি রয়েছে। মার্কেট নির্মাণ করায় তাদের যাতায়াতে বিঘ্ন ঘটবে মর্মে এলাকাবাসী মানববন্ধনও করেছেন। তারপরও মার্কেট নির্মাণ কাজ অব্যাহত রাখা হয়। বিষয়টি জেলা পরিষদ কর্তৃপক্ষকে জানিয়েছেন এলাকাবাসী। জেলা পরিষদের প্রশাসক আশরাফুল হক জানান, এক বছরের জন্য লিজ নেওয়া জমিতে কোনো ধরনের পাকা স্থাপনা নির্মাণ করা অবৈধ। তদন্ত করে অভিযোগ প্রমাণ হলে লিজ বাতিল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর