গাইবান্ধার সুন্দরগঞ্জে পেট্রোল ও ডিজেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে তিনটি ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল উপজেলার বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুস ছালাম।
এর মধ্যে সুন্দরগঞ্জ ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা, করিম অ্যান্ড সন্স ফিলিং স্টেশনকে ১ লাখ টাকা ও বামনডাঙ্গা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।