কালিয়াকৈর উপজেলার জানেরচালা এলাকায় পূর্বশত্রুতার জেরে চার শতাধিক গাছের চারা উপড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শুক্রবার রাতে কালিয়াকৈর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এলাকাবাসী ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, কালিয়াকৈর পৌরসভার জানেরচালা এলাকার আমজাদ হোসাইন গং তাদের জমিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগান। গত বৃহস্পতিবার রাতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন ওই বাগানের প্রায় ৪০০ চারা উপড়ে ফেলেন। এ ঘটনায় হোসাইন বাদী হয়ে কালিয়াকৈর থানায় অভিযোগ করেছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন বাদী পক্ষ। অভিযুক্ত মেহেদী হাসান লিটন জানান, ওই জমি নিয়ে আমার বাবা কোর্টে মামলা করেছেন। মামলা চলমান আছে। আজ (শনিবার) শুনছি, চারা উপড়ানোর বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে আমার জানা নেই। কালিয়াকৈর থানার এসআই মনিরুজ্জামান জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।