শ্রীপুরে নির্মাণ কাজ চলাকালে বহুতল ভবন থেকে নির্মাণসামগ্রী পড়ে এক শ্রমিক নিহত ও দুজন আহত হয়েছেন। উপজেলার নয়নপুর এলাকার একটি কারখানার নবনির্মিত ভবনের কাজ চলাকালে গতকাল এ ঘটনা ঘটে।
কারখানার মানবসম্পদ কর্মকর্তা জসিম উদ্দিন জানান, নির্মাণ কাজে ব্যবহৃত সাটারিং জগ টিনের ছাপড়ার ওপর পড়ে যায়। এ সময় ছাপড়ার নিচে থাকা তিন নির্মাণ শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহাদ আলী (৬৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। আহাদ আলী নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নানিয়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, ময়মনসিংহের তারাকান্দা উপজেলার আশরাফুল আলম ও নেত্রকোনার বারহাট্টার ফিরোজ মিয়া। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, বিষয়টি শুনেছি। কেউ এ বিষয়ে থানায় জানান নি। হতাহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।