শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

রাজবাড়ীতে সরব আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীরা

জেলা পরিষদ নির্বাচন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীসহ দেশের ৬১ জেলা পরিষদ নির্বাচনের দিনক্ষণ গণনা শুরু হয়ে গেছে। আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে। রাজবাড়ীতে এবার ভোট হবে ইভিএমে। তফসিল ঘোষণার পরই এ জেলায় চেয়ারম্যান পথে আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা সরব হয়েছেন।

আওয়ামী লীগ থেকে বেশ কয়েকজন চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন এমন কথা বাংলাদেশ প্রতিদিনকে জানিয়েছেন কেউ কেউ। জানা যায়, চেয়ারম্যান পদে জেলা আওয়ালী লীগের সহসভাপতি ও বর্তমান প্রশাসক বীর মুক্তিযোদ্ধা ফকীর আবদুল জব্বার, সংরক্ষিত মহিলা আসনের এমপি ও জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কামরুন নাহার চৌধুরী লাভলী, সাবেক প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, পৌর আওয়ামী লীগের সহসভাপতি দীপক কুন্ডু, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক ভিপি রেজাউল হক রেজা, রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি মরহুম ওয়াদেজ আলী চৌধুরীর ছেলে গোলাম মোস্তাফা চৌধুরী রন্টু, মদাপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মজনু আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন। কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে যাবে না বিএনপি। এ নির্বাচনে মোট ভোটার ৬০০ জন। তাদের মধ্যে পাংশার যশাই ও পাট্টা ইউনিয়নের দুজন মারা যাওয়ায় ৫৯৮ জন ভোটাধিকার প্রয়োগ করবেন।

সর্বশেষ খবর