শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

খালে আবর্জনার স্তূপ জলাবদ্ধতার আশঙ্কা

দাউদকান্দি প্রতিনিধি

খালে আবর্জনার স্তূপ জলাবদ্ধতার আশঙ্কা

দাউদকান্দির গোমতী নদী-সংলগ্ন গৌরীপুর বাজারের পাশে খালের মোহনায় ফেলা হয় বাজারের সব ময়লা-আবর্জনা। এতে খালের মুখ প্রায় ভরাট হয়ে গেছে। পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাওয়ায় অল্প বৃষ্টিতেই আশপাশের এলাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ময়লার দুর্গন্ধে পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে।  প্রতিনিয়ত বাজারের বর্জ্য ফেলায় খালটি যেমন ভরাট হচ্ছে তেমনি দূষিত হচ্ছে পরিবেশ। ময়লার দুর্গন্ধে শিক্ষার্থীসহ পথচারীদের মুখে রুমাল দিয়ে চলাচল করতে হচ্ছে। নানা রোগব্যাধি ছড়ানের আশঙ্কা করেছেন অভিজ্ঞ মহল। এলাকাবাসী জানান, খালে ময়লা ফেলার কারণে মুখটি ভরাট হয়ে যাওয়ায় অতি বৃষ্টির সময় এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। গৌরীপুর বাজার পরিচালনা পরিষদের সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান নোমান সরকার জানান, ময়লা সরানোর ব্যাপারে দ্রুত উদ্যোগ নিয়ে খালটি পুনরুদ্ধার করা হবে।

সর্বশেষ খবর