শনিবার, ২৭ আগস্ট, ২০২২ ০০:০০ টা

হিলিতে পিঁয়াজের দাম কমেছে

হিলি প্রতিনিধি

হিলিতে পিঁয়াজের দাম কমেছে

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে এক দিনেই ৪০টি ট্রাকে ১ হাজার ২২৫ টন পিঁয়াজ আমদানি হয়েছে। আমদানি বাড়ায় এক দিনের ব্যবধানে বন্দরে পাইকারিতে পিঁয়াজের দাম কমেছে কেজিতে ৬ টাকা করে। এক দিন আগে প্রতি কেজি ইন্দোর জাতের পিঁয়াজ ২৮ থেকে ২৯ টাকা বিক্রি হলেও বর্তমানে তা কমে ২২ থেকে ২৩ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে একই জাতের মোটা আকারের পিঁয়াজ ২৫ থেকে ২৬ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। পিঁয়াজের দাম কমায় খুশি নিম্নআয়ের মানুষসহ বন্দরে পিঁয়াজ কিনতে আসা পাইকাররা। হিলিতে পিঁয়াজ কিনতে আসা পাইকার আইয়ুব হোসেন বলেন, হিলি স্থলবন্দর থেকে পিঁয়াজ কিনে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন মোকামে সরবরাহ করে থাকি। দেশি পিঁয়াজের দাম বাড়ার কারণে তুলনামূলক দাম কম হওয়ায় মোকামগুলোতে ভারতীয় পিঁয়াজের চাহিদা থাকায় হিলি স্থলবন্দর থেকে পিঁয়াজ ক্রয় করে মোকামে পাঠাতাম। তবে পিঁয়াজের দাম বেশি থাকায় পুঁজি বেশি লাগার সঙ্গে সঙ্গে মোকামগুলোতে বাড়তি দামে পিঁয়াজ খেতে হতো সাধারণ মানুষকে। বর্তমানে পিঁয়াজের দাম কেজি প্রতি ৬ টাকা কমেছে। এতে আমরা বন্দরে কম দামে পিঁয়াজ কিনতে পারছি তেমনি পুঁজি কম লাগছে। মোকামে ক্রেতারা কম দামে পিঁয়াজ খেতে পারছে। হিলির পিঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, ভারত থেকে পিঁয়াজ আমদানি বন্ধের পাশাপাশি হঠাৎ করে দেশি পিঁয়াজের সরবরাহ কমে গেলে দাম ঊর্ধ্বমুখী হতে থাকে। এ অবস্থায় দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে পিঁয়াজ আমদানির অনুমতি দেয় সরকার। দুই মাস বন্ধের পর ৫ জুলাই থেকে হিলিসহ সব স্থলবন্দর দিয়ে পিঁয়াজের আমদানি অব্যাহত রেখেছেন আমদানিকারকরা। সম্প্রতি দেশের বাজারে বাড়তি চাহিদাকে ঘিরে পিঁয়াজের আমদানি বাড়িয়েছেন বন্দরের আমদানিকারকরা।

যার কারণে দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় পিঁয়াজের দাম কমতে শুরু করেছে। এ ছাড়া পাবনা, মেহেরপুরসহ দেশি পিঁয়াজের মোকামগুলোতে পিঁয়াজের সরবরাহ কমে দাম যেখানে ১৫০০ থেকে ১৬০০ টাকা মণ উঠে গিয়েছিল, বর্তমানে পিঁয়াজের সরবরাহ বাড়ায় তা কমে ১১০০ থেকে ১২০০ টাকায় নেমেছে। যার কারণে দেশের বিভিন্ন মোকামে আগের তুলনায় আমদানিকৃত ভারতীয় পিঁয়াজের চাহিদা কমায় দাম কমছে। হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, বন্দর দিয়ে পিঁয়াজের আমদানি অব্যাহত রয়েছে। তবে পিঁয়াজ আমদানির পরিমাণ আগের তুলনায় বেড়েছে। আগে বন্দর দিয়ে ১৫ থেকে ২০ ট্রাক পিঁয়াজ আমদানি হলেও বর্তমানে তা বেড়ে ২৫ থেকে ৩০ ট্রাক পিঁয়াজ আমদানি হচ্ছে। বৃহস্পতিবার বন্দর দিয়ে এক দিনেই ৪০টি ট্রাকে ১ হাজার ২২৫ টন পিঁয়াজ আমদানি হয়েছে। পিঁয়াজ কাঁচামাল হওয়ায় কাস্টমসের প্রক্রিয়া শেষে দ্রুত যেন খালাস করতে পারেন সে লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে রেখেছে বন্দর কর্তৃপক্ষ।

 

সর্বশেষ খবর