বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

ট্রেনের টিকিট পেতে হয়রানি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা রেলস্টেশনে কাউন্টার থেকে নির্দিষ্ট গন্তব্যের টিকিট না পেয়ে হয়রানির শিকার হচ্ছেন যাত্রীরা। যেসব স্টেশনে ট্রেন যাত্রাবিরতি করে ওইসব স্টেশনে আসন না থাকলেও স্ট্যান্ডিং টিকিট দেওয়ার নিয়ম ছিল। কিন্তু কুমিল্লায় এ নিয়ম না মেনে দূরবর্তী স্টেশনের টিকিট দিয়ে বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের যাত্রীরা এ অভিযোগ করেন। তাঁরা বলেন, চেয়েছি নাঙ্গলকোটের টিকিট দিচ্ছে ফেনীর। সূত্র জানান, আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস কুমিল্লা হয়ে সিলেট ও চট্টগ্রাম যাওয়ার পথে লাকসাম জংশন ও নাঙ্গলকোট স্টেশনে যাত্রাবিরতি করে। লাকসাম স্টেশনের জন্য ট্রেনটির পাঁচটি আসন বরাদ্দ ছিল।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর