বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধপথে নিয়ে আসার সময় সাড়ে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্ধার করেছে পুলিশ। এ সময় তিন চোরাকারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাতে খাগড়াছড়ি সদরের স্বনির্ভর বাজার এলাকার পুলিশ চেক পোস্টের সামনে থেকে এ বিপুল পরিমাণ শাড়ি উদ্ধার করা হয়। জানা গেছে, খাগড়াছড়ির সীমান্তবর্তী উপজেলা পানছড়ি থেকে আসার পথে খাগড়াছড়ি সদর থানার উপ-পরিদর্শক মো. মামুন ও এ এস আই মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি মাহেন্দ্র গাড়িতে তল্লাশি চালিয়ে ৯৭৫ পিচ ভারতীয় শাড়িসহ তিনজনকে আটক করে। তারা হলেন, বডুন চাকমা (২৩), বিকাশ চাকমা (২৩), মো. সাইফুল ইসলাম (৩১)। খাগড়াছড়ি সদর থানার ওসি আরিফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সরকারি কর ফাঁকি দিয়ে আমদানি করার অপরাধে এদের আটক করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর