বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

পটুয়াখালীতে নদী রক্ষা সভা

পটুয়াখালী প্রতিনিধি

নদী-খাল দখল-দূষণ মুক্ত ও তা উদ্ধারে পটুয়াখালীতে নদী রক্ষা কমিশনের সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসকের দরবার হলে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় নদী রক্ষা কমিশনের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) ড. খ. ম কবিরুল ইসলাম, জাতীয় নদী রক্ষা কমিশন চেয়ারম্যান এর একান্ত সচিব মু. বিল্লাল হোসেন খান, সহকারী পরিচালক (জিও টেকনিক্যাল) মো. তৌহিদুল ইসলাম, সহকারী পরিচালক (গবেষণা ও পরিকল্পনা) আরশাফুল হক, সহকারী প্রধান (পরিবেশ ও প্রতিবেদক) সাকিব মাহমুদ প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, পৌরমেয়র মহিউদ্দিন আহমেদসহ জেলা, উপজেলা ও পৌরসভার বিভিন্ন দফতরের দায়িত্ব প্রাপ্তরা। সভায় পটুয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ৫৩টি খালের মধ্যে পৌরসভার দখলকৃত খালগুলোর মধ্যে প্রাথমিক সিদ্ধান্তে মোট ৫টি খাল উদ্ধারের সিদ্ধান্ত হয়। পর্যায়ক্রমে সবগুলো খাল উদ্ধার করা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর