রংপুরের তারাগঞ্জে গতকাল বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত ও চারজন আহত হয়েছেন। এ ছাড়া মঙ্গলবার রাতে পাবনায় ট্রলিচাপায় নিহত হয়েছেন এক অটোচালক।
রংপুর : বেলা ১১টার দিকে যমুনেশ্বরী নদীর ব্রিজের ওপর যাত্রীবাহী শ্যামলী পরিবহন পেছন থেকে ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার তিন যাত্রীর মৃত্যু এবং চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন- সুরাইয়া আক্তার (১৩), স্মৃতি আক্তার (২০) ও অটোচালক জাহাঙ্গীর আলম (৪৪)। আহতদের রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।
পাবনা : সদর উপজেলায় ট্রলির ধাক্কায় এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার রাতে জেলা সদরের শাহারদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত অটোরিকশাচালকের নাম শাহেদ মাহমুদ (২৫)।