শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

মন্ডপে মন্ডপে সেজেছে দেবী দুর্গা

সাভার প্রতিনিধি

মন্ডপে মন্ডপে সেজেছে দেবী দুর্গা

সাভারের একটি পূজামন্ডপে প্রস্তুত করা হয়েছে প্রতিমা -বাংলাদেশ প্রতিদিন

ঢাকার সাভার ও আশুলিয়ার সর্বজনীন এবং ব্যক্তিগত মিলিয়ে ১ হাজার ৭টি মন্ডপে এবার দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সর্বজনীন পূজামন্ডপ ৭৪৬ ও ব্যক্তিগত ৬৬টি। ইতোমধ্যে জেলা পুলিশ পূজার সময় বিশৃঙ্খলা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে। আয়োজকরা বলেন, এ বছর করোনা মহামারির প্রাদুর্ভাব না থাকায় মন্ডপে ভক্তের ভিড় বাড়বে। এদিকে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় এ উৎসব ঘিরে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের মন্ডপগুলোয় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিছু মন্ডপে রঙের কাজ শেষ হয়েছে। মন্ডপে মন্ডপে সেজেছে দেবী দুর্গা। জানা গেছে, এবার প্রতিমা গড়ার জিনিসপত্রের দাম বাড়ায় কারিগরদের খরচ বেড়েছে। পিজুৎ নামে এক প্রতিমা কারিগর বলেন, বিগত বছরে মাটি, খড়, বাঁশ, শাড়ি, চুড়িসহ আনুষঙ্গিক জিনিসপত্রের দাম কিছুটা কম ছিল। এ বছর সেসবের দাম কয়েক গুণ বেড়েছে। এতে তাঁদের প্রতিমা তৈরিতে বেগ পেতে হচ্ছে। তবু পূজা বলে কথা। যত কষ্ট বা পরিশ্রম হোক সময়মতো প্রতিমা গড়ার কাজ শেষ করতে বিরামহীনভাবে কাজ করছেন তাঁরা।

ঢাকা জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বরুণ ভৌমিক নয়ন বলেন, ‘পূজামন্ডপ ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হবে। শহরের বাইরে গ্রাম এলাকার মন্ডপগুলোয় নিজেদের উদ্যোগে বিদ্যুতের ব্যবস্থাসহ পূজার পাঁচ দিন মন্ডপ পাহারায় কমিটি করা হয়েছে।’ ঢাকার পুলিশ সুপার আসাদুজামান বলেন, ‘অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে বেশ কিছু মন্ডপ চিহ্নিত করা হয়েছে। সার্বিক নিরাপত্তা রক্ষায় ১ হাজার ২৫০ জন পুলিশ সদস্য এবং ৪ হাজার ৬০ জন আনসার সদস্য সার্বক্ষণিক নিয়োজিত থাকবেন। সাদা পোশাকেও কাজ করবেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সর্বশেষ খবর