গাজীপুরের কালীগঞ্জে মাইক্রোবাস ও ট্রেনের সংঘর্ষে মাইক্রোবাসের এক আরোহী নিহত এবং চালক আহত হয়েছেন। গতকাল ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের নলছাটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সোহেল হাসিম খান (৫০)। তিনি গাজীপুরের কালীগঞ্জ থানাধীন বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামের আলী আজম খানের ছেলে। সোহেল খান স্থানীয় ‘সাইফ পাওয়ার টেক’ কোম্পানির প্রধান পার্সেস কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। রেলওয়ের নরসিংদী পুলিশ ফাঁড়ির এএসআই ইকবাল হোসেন ও স্থানীয়রা জানান, গতকাল বেলা ১১টার দিকে কালীগঞ্জের নাগরী এলাকা থেকে মাইক্রোবাসে নলছাটা ব্রিজের দিকে যাচ্ছিলেন সোহেল হাসিম খান। একই সময়ে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনও ওই এলাকা অতিক্রম করছিল। পথে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের অরক্ষিত নলছাটা রেলক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসটির সঙ্গে ওই ট্রেনের সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে খাদে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাস আরোহী সোহেল হাসিম খান এবং আহত হন চালক সজীব খান (৩০)। স্থানীয়রা আহত সজীবকে উদ্ধার করে হাসপাতালে নেন। খবর পেয়ে রেলওয়ের নরসিংদী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে আইনিব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়রা জানান, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ওই ক্রসিং পয়েন্টে ব্যারিয়ার ও গেটম্যান না থাকায় প্রায়শ দুর্ঘটনা ঘটছে। ঝুঁকিপূর্ণ এ ক্রসিংয়ে গত ২ মে ট্রেনের ধাক্কায় পিকআপ আরোহী তিনজন তালব্যবসায়ী নিহত হন। এর আগে গত বছরের ২ অক্টোবর একই পয়েন্টে প্রাইভেট কার আরোহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত একজন অধ্যাপকসহ দুজন নিহত হন।
শিরোনাম
- ওয়ারীতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- পুলিশের খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারে ফের পুরস্কার ঘোষণা
- বৃহস্পতিবারের মধ্যে প্রবাসী ভোটার আবেদন তদন্ত করতে বলল ইসি
- ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ভোটে লড়বেন জোনায়েদ সাকি
- সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনতাই
- আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- ইউনিসেফ প্রতিনিধির সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
- ৯৩ আসনে প্রার্থী ঘোষণা গণসংহতি আন্দোলনের
- বিএনপি অন্যান্য রাজনৈতিক দলগুলোর থেকে বেশ এগিয়ে: জিল্লুর রহমান
- তারেকের অনশনে রাজনৈতিক দলের নেতাদের সংহতি
- আদর্শিক জায়গা থেকে সমঝোতা বা জোট হতে পারে: নাহিদ ইসলাম
- শব্দের চেয়ে তিনগুণ গতির পারমাণবিক ক্রুজ ক্ষেপণাস্ত্র বানাচ্ছে রাশিয়া
- খসড়া টেলিযোগাযোগ অধ্যাদেশে ওটিটি ও সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণের বিধান
- মালদ্বীপে প্রবাসীদের জন্য এনআইডি নিবন্ধন কার্যক্রমে মতবিনিময় সভা
- যুক্তরাষ্ট্রে মেয়র-গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়জয়কার, চ্যালেঞ্জের মুখে ট্রাম্প
- পাঁচ ইসলামিক ব্যাংক একীভূত হয়ে গঠিত হচ্ছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’
- আজ বিশ্ব সুনামি সচেতনতা দিবস
- নিউ জার্সির গভর্নর হলেন মিকি শেরিল
- সূচকের মিশ্র প্রবণতায় পুঁজিবাজারে চলছে লেনদেন
- অন্য দেশের ভিসা আবেদন গ্রহণ করে না জার্মান দূতাবাস
সংক্ষিপ্ত
গাজীপুরে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে একজন নিহত
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর