গাজীপুরের কালীগঞ্জে মাইক্রোবাস ও ট্রেনের সংঘর্ষে মাইক্রোবাসের এক আরোহী নিহত এবং চালক আহত হয়েছেন। গতকাল ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের নলছাটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম সোহেল হাসিম খান (৫০)। তিনি গাজীপুরের কালীগঞ্জ থানাধীন বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামের আলী আজম খানের ছেলে। সোহেল খান স্থানীয় ‘সাইফ পাওয়ার টেক’ কোম্পানির প্রধান পার্সেস কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। রেলওয়ের নরসিংদী পুলিশ ফাঁড়ির এএসআই ইকবাল হোসেন ও স্থানীয়রা জানান, গতকাল বেলা ১১টার দিকে কালীগঞ্জের নাগরী এলাকা থেকে মাইক্রোবাসে নলছাটা ব্রিজের দিকে যাচ্ছিলেন সোহেল হাসিম খান। একই সময়ে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনও ওই এলাকা অতিক্রম করছিল। পথে ঢাকা-চট্টগ্রাম রেল সড়কের অরক্ষিত নলছাটা রেলক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসটির সঙ্গে ওই ট্রেনের সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে রেললাইনের পাশে খাদে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই নিহত হন মাইক্রোবাস আরোহী সোহেল হাসিম খান এবং আহত হন চালক সজীব খান (৩০)। স্থানীয়রা আহত সজীবকে উদ্ধার করে হাসপাতালে নেন। খবর পেয়ে রেলওয়ের নরসিংদী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে আইনিব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। স্থানীয়রা জানান, ঢাকা-চট্টগ্রাম রেললাইনের ওই ক্রসিং পয়েন্টে ব্যারিয়ার ও গেটম্যান না থাকায় প্রায়শ দুর্ঘটনা ঘটছে। ঝুঁকিপূর্ণ এ ক্রসিংয়ে গত ২ মে ট্রেনের ধাক্কায় পিকআপ আরোহী তিনজন তালব্যবসায়ী নিহত হন। এর আগে গত বছরের ২ অক্টোবর একই পয়েন্টে প্রাইভেট কার আরোহী ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত একজন অধ্যাপকসহ দুজন নিহত হন।
শিরোনাম
- বিসিএস পরীক্ষার্থীদের জন্য জবির বিশেষ পরিবহন সেবা
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
সংক্ষিপ্ত
গাজীপুরে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে একজন নিহত
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর