বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

দুই পক্ষে সংঘর্ষে আহত ২ পাল্টাপাল্টি মামলা, গ্রেফতার ৩

নাটোর প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে গরু ব্যবসায়ী জাহাঙ্গীর প্রামাণিককে (৪০) মারপিট ও টাকা ছিনতাইয়ের ঘটনায় গুরুদাসপুর থানায় বাদী হয়ে জাহাঙ্গীরের বড় ভাই ওমর আলী মামলা করেছেন। জাহাঙ্গীর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চলনালী গ্রামের মৃত আরশেদ আলীর ছোট ছেলে। আবার অপর পক্ষে পার্শ¦বর্তী পাঁচশিশা গ্রামের মফিজ উদ্দিনের স্ত্রী ছকিনা বেগম বাদী হয়ে আহত জাহাঙ্গীরসহ ২৩ জনের বিরুদ্ধে থানায় পাল্টা মামলা করেছেন। পাল্টাপাল্টি ধাওয়া, সংঘর্ষ এবং মামলার কারণে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে উপজেলার দেবদার মোড়ে মফিজ উদ্দিনের ছেলে শাহিন ও তার লোকজন জাহাঙ্গীরকে লোহার রড ও হাতুড়ি দিয়ে বেধড়ক পিটিয়ে তার কোমরে থাকা ৭ লাখ ৮২ হাজার টাকার কাপড়ের তোড়া ছিনিয়ে নেয়। জাহাঙ্গীর ওই টাকা নিয়ে রাজশাহীর চারঘাট রুস্তমপুর হাটে গরু কেনার জন্য যাচ্ছিলেন।

সর্বশেষ খবর