মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

রাজবাড়ীতে লড়াই হবে তাল গাছ-মোটরসাইকেল

জেলা পরিষদ নির্বাচন

দেবাশীষ বিশ্বাস, রাজবাড়ী

রাজবাড়ীতে লড়াই হবে তাল গাছ-মোটরসাইকেল

রাজবাড়ীর জেলা পরিষদ নির্বাচন জমে উঠেছে। জেলা পরিষদ নির্বাচনে তিনজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল মোরশেদ আরুজ তাল গাছ প্রতীক নিয়ে, পাংশা পৌর আওয়ামী লীগের সহসভাপতি দীপক কুন্ডু মোটরসাইকেল এবং ইমামুজ্জামান চৌধুরী আনারস প্রতীক নিয়ে নির্বাচনে মাঠে রয়েছেন। তবে প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শফিকুল মোরশেদ আরুজ এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী দীপক কুন্ডু। নির্বাচনের শেষ প্রান্তে এসে নানামুখী মেরুকরণ হচ্ছে। এবারের নির্বাচনে বিদ্রোহীদের ব্যাপারে কেন্দ্রীয় আওয়ামী লীগ নমনীয় থাকায় বেশ সুফল পাচ্ছেন দীপক কুন্ডু। এ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করায় বিএনপির সদস্যদের ভোট কোন দিকে যাবে সেই হিসাব নির্ভর করছে চেয়ারম্যান পদে জয়-পরাজয়ের হিসাব। রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে ৬০০ ভোটার। দুজন ভোটার মৃত্যুবরণ করেছেন। ৫৯৮ ভোটারের নির্বাচনে সমগ্র জেলার মানুষের চোখ নির্বাচনের দিকে। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর জয় সহজ হবে না বলে মনে করছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। যে কারণে রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এবং রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীসহ জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা নিজের দল মনোনীত প্রার্থীর জয়ের ব্যাপারে কাজ করে যাচ্ছেন। প্রকাশ্যে স্থানীয় নির্বাচনে হস্তক্ষেপ করার কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন দীপক কুন্ডু। ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশ একমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া সব নির্বাচনই প্রশ্নবিদ্ধ। অনেক জায়গায় নির্বাচন হচ্ছে না। রাজবাড়ীতে শফিকুল মোরশেদ আরুজের বিপরীতে দীপক কুন্ডু নির্বাচন করছেন। নির্বাচনে চরম প্রতিদ্বন্দ্বিতা হবে।

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান বলেন, নির্বাচন নিরপেক্ষ হবে। রাজবাড়ীতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আমরা বেশ কয়েকটি অভিযোগ পেয়েছি। সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি।

সর্বশেষ খবর