শিরোনাম
মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

দালালের দৌরাত্ম্যে অসহায় রোগী

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল

চুয়াডাঙ্গা প্রতিনিধি

দালালের দৌরাত্ম্যে অসহায় হয়ে পড়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। জরুরি বিভাগ, বহির্বিভাগসহ সর্বত্র দালালদের অবাধ বিচরণ। এদের খপ্পরে পড়ে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন সহজ-সরল মানুষ। দালালদের মদদ দেওয়ার অভিযোগ রয়েছে কয়েকজন চিকিৎসকের বিরুদ্ধে। জানা যায়, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগে চিকিৎসকদের দরজায় এবং আন্তবিভাগের সব ওয়ার্ডে ঘোরাঘুরি করেন দালালচক্রের সদস্যরা। তারা মিথ্যা আশ্বাস দিয়ে নতুন ভর্তি রোগীর পরীক্ষা-নিরীক্ষা করাতে বাইরের প্যাথলজিতে নিয়ে যাচ্ছেন। যেসব পরীক্ষা হাসপাতালেই সম্ভব সেগুলোও উন্নত প্রযুক্তির প্রতিশ্রুতি দিয়ে নেওয়া হচ্ছে বাইরে। অভিযোগ আছে, হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগীকে ভুল বুঝিয়ে নেওয়া হয় বেসরকারি ক্লিনিকে। সেখানে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা সালেহা বেগম বলেন, ডাক্তারের প্রেসক্রিপশন হাতে দেখলেই কেউ না কেউ ছুটে এসে দেখতে চায়। তারপর উন্নত পরীক্ষার কথা বলে বাইরে বাগিয়ে নেয়। অনেক সময় এ নিয়ে কোনো কোনো রোগী ও স্বজনের সঙ্গে দালালদের বাগবিতন্ডাও হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, পেটের দায়ে তারা দালালি পেশায় এসেছেন। রোগী নিয়ে গেলেই মেলে কমিশন। আবার অনেক প্যাথলজি ও ক্লিনিক নিয়োগপ্রাপ্ত কর্মীদেরও দালালি কাজে লাগাচ্ছেন। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এএসএম ফাতেহ্ আকরাম বলেন, হাসপাতাল দালালমুক্ত করতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনা করা হয়েছে। অচিরেই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সর্বশেষ খবর