মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

অপপ্রচার রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে : এনামুল হক শামীম

শরীয়তপুর প্রতিনিধি

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম বলেছেন, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও অপপ্রচার রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা কোনো দিন অন্যায়ের সঙ্গে আপস করেননি। কেউ আইনের ঊর্ধ্বে নয়, যে-ই অপরাধ করবে তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করতে হবে। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। দেশে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখতে হবে। অন্যায়কারী ও তাদের প্রশ্রয়দাতাদের কোনো ছাড় নেই। এ ব্যাপারে জনপ্রতিনিধি ও প্রশাসনসহ সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। গতকাল শরীয়তপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক পারভেজ হাসান সভাপতিত্ব করেন।

 

সর্বশেষ খবর