হবিগঞ্জ শহরে পথশিশুদের মধ্যে বেড়েছে ‘ড্যান্ডি’ আসক্তি। এতে একদিকে যেমন রাস্তাঘাটে চলাচলে সাধারণ মানুষ যেমন বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন অন্যদিকে শিক্ষার্থীদের বিপথগামী হওয়ার আশঙ্কা দেখা দিচ্ছে। দ্রুত এসব পথশিশুকে পুনর্বাসন করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। হবিগঞ্জ জেলা সমাজসেবা অধিদফতর বলছে, পথশিশুদের পুনর্বাসনে কাজ করছেন তারা। সরেজমিন দেখা যায়, শহরের বিভিন্ন অলিগলিতে দলবেঁধে ঘুরছে পথশিশুরা। সুযোগ পেলেই তারা সেবন করছে মারণ নেশা ‘ড্যান্ডি’। বিশেষ করে আদালতপাড়া, কোর্ট মসজিদ এলাকা, দুর্জয় হবিগঞ্জ প্রাঙ্গণ, হাসপাতাল এলাকা, টাউন হল রোড, বেবি স্ট্যান্ড, বৃন্দাবন কলেজ ক্যাম্পাস এলাকায় তাদের আনাগোনা বেশি। ওইসব এলাকায় পথশিশুরা যে যার মতো ঘুরে বেড়ালেও ‘ড্যান্ডি’ সেবনের সময় একত্রিত হয়। ছয় থেকে সাতজনে ভাগ হয়ে তারা ‘ড্যান্ডি’ সেবন করে থাকে। ‘ড্যান্ডি’ সেবন করা এসব পথশিশু আবার টাকার জন্য ভিক্ষাবৃত্তি, টোকাইবৃত্তির পাশাপাশি বাসাবাড়িতে চুরিও করে। অনেক সময় স্কুল-কলেজের সামনে টাকা না দিলে শিক্ষার্থীদের গালিগালাজসহ সাধারণ মানুষকে উত্ত্যক্ত করে তারা। সুশাসনের জন্য নাগরিক (সুজন) হবিগঞ্জ জেলা সভাপতি অ্যাড. ত্রিলোক কান্তি চৌধুরী বিজন বলেন, রাস্তাঘাটে ঘুরে বেড়ানো এসব পথশিশুর বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। অন্যথায় এদের সংস্পর্শে এসে অন্য শিশু-কিশোররাও পথভ্রষ্ট হতে পারে। তাছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যেও ছড়িয়ে পড়তে পারে ‘ড্যান্ডি’ আসক্তি। হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. দেবাশীষ দাশ বলেন, ‘ড্যান্ডি’র প্রভাবে ক্ষতিগ্রস্ত হয় ফুসফুস, লিভার, কিডনিসহ মানবদেহের নানা গুরুত্বপূর্ণ অঙ্গ। দেখা দিতে পারে ঝিমুনি, ক্ষুধামন্দা, শ্বাসকষ্টসহ নানা উপসর্গ। দীর্ঘদিন অতিমাত্রায় ড্যান্ডি সেবনে অকালমৃত্যুও ঘটতে পারে। কথা হয় চৈতি (ছদ্মনাম) নামে এক কিশোরীর সঙ্গে। সে জানায়, তারা টাকার অভাবে সব সময় ভাত কিনে খেতে পারে না। তাই ভিক্ষা করে যা পায় তাই দিয়ে ‘ড্যান্ডি’ কিনে সেবন করে। ‘ড্যান্ডি’ সেবন করলে তারা নেশার ঘোরে অনেক সময় কাটাতে পারে। সে আরও জানায়, ‘ড্যান্ডি’ কিনতে তাদের খরচ হয় ৮০ থেকে ৯০ টাকা। তা দিয়ে সবাই মিলে সেবন করতে পারে। সমাজসেবা অধিদফতর হবিগঞ্জের সহকারী পরিচালক জালাল উদ্দীন জানান, পথশিশুদের পুনর্বাসনে কাজ চলছে। ‘ড্যান্ডি’ আসক্ত শিশুদের ব্যাপারেও খোঁজ নেওয়া হচ্ছে। ইতোমধ্যে হবিগঞ্জ পৌর এলাকায় ৯ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। এর আগে এসব শিশুর কোনো তালিকা ছিল না। তিনি বলেন, জেলাজুড়ে তালিকা তৈরি করে যথাযথ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হবে।
শিরোনাম
- পাকিস্তানকে প্রশংসায় ভাসিয়ে পাশে থাকার বার্তা চীনের
- নিষিদ্ধ হয়ে গণহত্যাকারীরা সারাদেশে বিশৃঙ্খলার পরিকল্পনা করছে: আসিফ মাহমুদ
- ৩০ কর্মদিবসের মধ্যে জুলাইয়ের ঘোষণাপত্র : আইন উপদেষ্টা
- দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা তৈরিতে প্রযুক্তি খাতের ভূমিকা অতুলনীয়: আইসিটি সচিব
- বেনাপোলে পাওনা টাকা নিয়ে বিরোধে যুবক খুন
- যুদ্ধবিরতির পরও শ্রীনগরে বিস্ফোরণ, পেশোয়ারে ড্রোন আতঙ্ক
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, রাবিতে আনন্দ মিছিল
- আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে ছাত্র-জনতার উল্লাস
- সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী গ্রেফতার
- আপনারা কেউ রাজপথ ছাড়বেন না: হাসনাত আবদুল্লাহ
- বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন : নাহিদ ইসলাম
- “সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ–২০২৫” এর উদ্বোধন
- বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ
- পাথর খেকোদের বিরুদ্ধে সিলেটবাসী নিরব: সৈয়দা রিজওয়ানা হাসান
- দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে: জামায়াত আমির
- সুদানে কারাগার ও শরণার্থীশিবিরে আরএসএফ হামলা, নিহত অন্তত ৩৩
- সুন্দরবনে পুশইন ৭৮ জন, খাবার-ওষুধ দিয়ে সহায়তা কোস্টগার্ডের
- আওয়ামী লীগ নিষিদ্ধের রোডম্যাপ না আসায় ‘মার্চ টু যমুনা’ ঘোষণা
- জনগণ আওয়ামী লীগকে আর দেখতে চায় না : প্রিন্স
- মুন্সিগঞ্জ সদরে জমি নিয়ে বিরোধে ৪ জনকে কুপিয়ে জখম
হবিগঞ্জে পথশিশুদের ‘ড্যান্ডি’ আসক্তি
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাল্টা হামলা: ভারতের ক্ষেপণাস্ত্র সংরক্ষণ কেন্দ্র ধ্বংসের দাবি পাকিস্তানের
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প : রিপোর্ট
১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ান-উন-মারসুস’, ভারতের ২৬ সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম